বাইশ গজে বিরাট-বাবর ছাড়াও আর কার উইকেট নিতে চান শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা!
১ মিনিটে পড়ুন . Updated: 10 Dec 2021, 10:57 PM IST- সেই লঙ্কান স্পিনার হাসারাঙ্গা জানিয়ে দিলেন একদিন ২২ গজে বিরাট কোহলির উইকেট নেওয়াই তার লক্ষ্য।
শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে শ্রীলঙ্কার ক্রিকেটার অন্যতম উঠতি তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে ও অসাধারণ পারফরম্যান্স করেছেন হাসারাঙ্গা। আমিরশাহিতে টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও হয়েছেন তিনি। চলতি লঙ্কান প্রিমিয়ার লিগেও যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন। উল্লেখ্য শেষ আইপিএলেও তিনি শেষ মুহূর্তে খেলার সুযোগ পেয়েছিলেন। সেই লঙ্কান স্পিনার হাসারাঙ্গা জানিয়ে দিলেন একদিন ২২ গজে বিরাট কোহলির উইকেট নেওয়াই তার লক্ষ্য।
বিরাট কোহলিকে তিনি তার প্রিয় ক্রিকেটার হিসেবেও ব্যাখ্যা করেন। চলতি লঙ্কান প্রিমিয়ার লিগে হাসারাঙ্গা জাফনা কিংস দলের হয়ে খেলেছেন। এলপিএলে এখন পর্যন্ত তিনি তিনটি ম্যাচ খেলে ৫ টি উইকেট নিয়েছেন। তিনি জানান ‘কোন একদিন আমি আমার প্রিয় ক্রিকেটার কোহলির উইকেট নেব এটাই আশা রাখি। আমি বিরাটের পাশাপাশি বাবর আজম এবং গ্লেন ম্যাক্সওয়েলেরও উইকেট নিতে চাই।’
প্রসঙ্গত সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে মাত্র ৮ ম্যাচে ১৬ টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুপার -১২ পর্যায় থেকে আর সেমিফাইনালে পৌঁছানো হয়নি শ্রীলঙ্কার। তিনি আরও জানান, ‘যখন আমি বল করি সবসময় উইকেট নেওয়াটাই আমার লক্ষ্য থাকে। জাতীয় দলের হয়ে সবসময় নিজের সেরাটাই নিংড়ে দেওয়ার চেষ্টা করি। সেই কারণেই আমি সাফল্য পেয়েছি। আমি পরবর্তী মুরলিধরন বা হেরাথ না প্রথম হাসারাঙ্গা হতে চাই।’