লঙ্কানদের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না আইরিশরা। সহজ প্রতিপক্ষকে নিয়ে ছেলে খেলা করল লঙ্কানরা। ম্যাচের প্রথম দিন থেকেই নিজেদের দাপট বজায় রাখল তারা। শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও নিজেদের দাপট বজায় রাখতে সক্ষম হল তারা। অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে আয়ারল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট সহজেই জিতে নিল শ্রীলঙ্কা। শুধু তাই নয়, ইনিংস সহ ২৮০ রানে জিতল দ্বিমুথ করুণারত্নের দল। টেস্টের প্রথম দিন থেকেই চালকের আসনে ছিল শ্রীলঙ্কা। অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে (১৭৯ রান), কুশল মেন্ডিস (১৪০ রান), দীনেশ চাণ্ডীমল (১০২ রান) এবং সাদিরা সমরাবিক্রমে (১০৪ রান) করেন। চার ব্যাটারের শতরানে ভর করে শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে ৫৯১ রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করে।
অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে সামনে পেয়ে কার্যত ছেলে খেলা করতে থাকেন লঙ্কানরা। বিপক্ষের কোনও বোলারকেই সুযোগ দেননি লঙ্কান ব্যাটাররা। রানের পাহাড় গড়ে খাদের কিনারায় আইরিশদের ঠেলে দেন লঙ্কানরা। কিন্তু সেই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠা একেবারেই সম্ভব হয়নি। রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাট করতে নেমে বেশ চাপেই পড়ে যান আয়ারল্যান্ডের ব্যাটাররা। প্রভাত জয়সূর্যর সাত উইকেটে ভর করে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।
ঠিক তখন থেকেই প্রথম টেস্ট জয়ের গন্ধ পেতে শুরু করে ফেলে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডকে ফলোঅন করিয়ে ফের ব্যাট করতে পাঠান করুণারত্নে। দ্বিতীয় ইনিংসেও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা। সেই প্রভাত জয়সূর্য দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন। এছাড়াও রমেশ মেন্ডিস ৪ উইকেট নেন। লঙ্কানদের বিরুদ্ধে সেই ভাবে কোনও আইরিশ ব্যাটারই বড় রান করতে পারেনি। শুধুমাত্র হ্যারি টেকটর ৪২ রান করেন। শ্রীলঙ্কার দেওয়া রানের পাহাড়ের সামনে তা একেবারেই ছিল নগন্য। কোনও ব্যাটারই শতরান এবং অর্ধশতরান করতে পারেননি। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে কোনও ক্রিকেটারকে শতরান করতে হত। কিন্তু কেউ তা করতে পারেনি।
দ্বিতীয় ইনিংসে লঙ্কান বোলারদের দাপটে মাত্র ১৬৮ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। ইনিংস সহ ২৮০ রানে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ম্যাচের সেরা হয়েছেন দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়া প্রভাত জয়সূর্য। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সহজেই জিতে এগিয়ে গেল লঙ্কান ব্রিগেড। আগামী সোমবার গলেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।