শুভব্রত মুখার্জি : টানটান উত্তেজনাকর এক সেমিফাইনাল ম্যাচের সাক্ষী থাকল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সমর্থকরা। সিপিএলের প্রথম সেমিফাইনালে শাহরুখ খানের ক্যারিবিয়ান নাইটদের ২১ রানে হারিয়ে ফাইনালে চলে গেল সেন্ট লুসিয়া কিংস দল। প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেস তারকা ডেভিড ওয়াইজের অনবদ্য বোলিং পারফরম্যান্সে ভর করে এই ম্যাচ জিততে সমর্থ হল কিংসরা।
এ দিন বাসেতেরেতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করতে সমর্থ হয় সেন্ট লুসিয়া কিংস। যদিও এ দিন তাদের শুরুটা খুব খারাপ হয়েছিল। দুই ওপেনার খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল। আন্দ্রে ফ্লেচার মাত্র ৪ রান করে এবং রহিম কর্নওয়াল শূন্য রান করেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। মার্ক ডেয়াল এ দিন ৪৪ বলে ৭৮ রানের একটি মারকাটারি ইনিংস উপহার দেন। তাঁকে ব্যাট হাতে যথাযথ সহায়তা করেন রস্টন চেজ (৩৬),ডেভিড ওয়াইজ (৩৪) এবং টিম ডেভিড (৩৮)। মূলত এই চার ব্যাটসম্যানের অসাধারণ ব্যাটিংয়ে ভর করেই ২০৬ রানের লক্ষ্যমাত্রা ত্রিনবাগো নাইট রাইডার্সদের দিতে সমর্থ হয় কিংসরা।
২০৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নাইটদের হয়ে ঝোড়ো শুরু করেন নারিন। তিনি ১৭ বলে ৩০ রান করেন। কলিন মুনরো ২৩ বলে ২৮, দীনেশ রামদিন ২৬ বলে ২৯ , ড্যারেন ব্রাভো ১৬ বলে ২৫,কায়রন পোলার্ড ১৩ বলে ২৬ রান করে নাইটদের শেষ পর্যন্ত ম্যাচে লড়াইতে টিকিয়ে রাখলেও, জয় এনে দিতে পারেননি। সব ব্যাটসম্যান ভাল শুরু করেও বড় ইনিংস না খেলতে পারার ফলে জয়ের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারেনি ত্রিনবাগো নাইট রাইডার্স। ব্যাট হাতে ভাল পারফরম্যান্স করার পরে বল হাতেও ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়ক প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড ওয়াইজ। উল্লেখ্য আসন্ন বিশ্বকাপে অবশ্য ওয়াইজ খেলবেন নামিবিয়ার জার্সি গায়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।