
ভরা গ্যালারিতে ম্যাচ আয়োজন করা যাবে ভারতে, অনুমতি সরকারের
১ মিনিটে পড়ুন . Updated: 31 Jan 2021, 11:32 PM IST- আউটডোর ইভেন্টে স্টেডিয়ামের ১০০ শতাংশ দর্শকাসন ভরানো যাবে।
শুভব্রত মুখার্জি
করোনার ফলে স্টেডিয়াম, সিনেমা হল, থিয়েটার হলের মতন জায়গায় এতদিন দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। করোনার সময়ে সিনেমা হলে ৫০ শতাংশ দর্শকের প্রবেশের অনুমতি সরকারের তরফে ২০২০ সালের অক্টোবরেই দেওয়া হয়েছিল। এরপর সময় যত গড়িয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে বদলেছে। ভ্যাকসিন এসেছে ভারতের বাজারে। ফ্ল্যাট হয়েছে করোনার গ্রাফ। ফলে সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে ১০০ শতাংশ দর্শককে প্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি স্টেডিয়ামেও খেলা চলাকালীন দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে।
নতুন নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। করোনা সতর্কতা মেনে দর্শকরা খেলা দেখতে যেতে পারবেন স্টেডিয়ামে।
প্রসঙ্গত এর আগে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জারি হওয়া নির্দেশিকা অনুসারে ৫০ শতাংশ দর্শক খেলা দেখতে যেতে পারতেন। নতুন নির্দেশিকায় আউটডোর স্পোর্টস ইভেন্টে স্টেডিয়ামে যত দর্শক আসন তার সবগুলিতেই দর্শকদের বসার অনুমতি দিচ্ছে কেন্দ্র।
গ্যালারিতে প্রবেশ, প্রস্থানের পথে একসঙ্গে বহু মানুষ জড়ো হতে পারবেন না। সিসিটিভির মাধ্যমে সেই বিষয়ে নজর রাখা হবে। স্বাভাবিক বাতাসের পথ সবসময় খোলা রাখতে। কৃত্রিম বাতাসের পরিমাণ বৃদ্ধি করতে হবে। দর্শকদের জন্যই নির্দেশিকার পাশাপাশি অ্যাথলিটদের জন্যও থাকছে নির্দেশিকা। অ্যাথলিটদের ৬ ফুটের শারীরিক দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে । মাস্ক পরে থাকা বাধ্যতামূলক। সাবান দিয়ে হাত ধোয়র পাশাপাশি, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করতে হবে। হাঁচি , কাশির সময় নাক-মুখ ঢাকতে হবে। খেলার মাঠে, মাঠের বাইরে বা যাতায়াতের পথে থুতু ফেলা যাবে না। কেউ অসুস্থ হলে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজকদের জানাতে হবে।