অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ভারতের টেনিস তারকা সুমিত নাগাল। একই ভাবে ছিটকে গেছেন গ্রিক টেনিস তারকা স্টেফানোস সিসিপাসও। প্রতিযোগিতার প্রথম বড় নাম হিসেবে বিদায় নিলেন স্টেফানোস। তিনি পরাজিত হন আমেরিকার টেনিস খেলোয়াড় অ্যালেক্স মিশেলসেনের কাছে। অভিজ্ঞ সিসিপাস যে ২০২৩-এ নোভাক জকোভিচের বিরুদ্ধে ফাইনালে খেলেছিলেন তাঁর পক্ষে এটা অবশ্যই হতাশজনক ফলাফল। তরুণ মিশেলসনের বিরুদ্ধে সেইভাবে লড়াই দিতে পারেননি তিনি এদিন। অন্যদিকে টমাস মাচাচের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেন নাগাল। গতবার প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন তিনি। কিন্তু এবার হতাশ করেছেন সকলকে।
প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন সুমিত নাগাল:
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ভারতের সুমিত নাগাল এবং চেকের টেনিস খেলোয়াড় টমাস মাচাচ। লড়াইটা যে নাগালের পক্ষে কঠিন হবে তা বোঝাই যাচ্ছিল। কারণ, বিশ্ব ক্রমতালিকায় ৯১-এ রয়েছেন নাগাল এবং ২৫ নম্বরে মাচাচ। গতবারের অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে পৌঁছেছিলেন তিনি। মাচাচের কাছে ৩-৬, ১-৬, ৫-৭ গেমে পরাজিত হন নাগাল। স্ট্রেট সেটে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন তিনি। প্রথম দুই সেটে নাগালকে দাঁড়াতেই দেননি মাচাচ। তৃতীয় সেটে লড়াই করলেও তা যথেষ্ট ছিল না।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাগাল জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না ম্যাচের দিন। তিনি বলেন, ‘টমাসের জয় কে আমি ছোট করছি না। তবে আমার শরীর ঠিক ছিল না আজ। সকালে যখন ঘুম থেকে উঠি তখন দুর্বল লাগছিল। আমার জ্বর ছিল। ওষুধ খাই। কিন্তু তা কাজে আসেনি আমার। আমি বুঝতে পারছিলাম না কী হচ্ছে আমার সঙ্গে। এক সপ্তাহ আগেই আমি এখানে চলে এসেছিলাম। কঠোর অনুশীলন করেছি। তারপর এরকম কিছু একটা হওয়া খুবই হতাশজনক ছিল।’
প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন সিসিপাসও:
একই ভাবে এবারের অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন স্টেফানোস সিসিপাস। বিশ্ব ক্রমতালিকায় ১২ নম্বরে রয়েছে সিটসিপাস এবং ৪২ নম্বরে রয়েছেন অ্যালেক্স মিশেলসেন। স্বভাবতই সিসিপাসের হার একটা বড় চমক ছিল। এদিন ৭-৫, ৬-৩, ২-৬ এবং ৬-৪ গেমে পরাজিত হয় সিসিপাস। ম্যাচ জিতে বেশ আনন্দিত মিশেলসেন। তিনি বলেন, ‘আমি আমার খেলাটা খেলে গেছি এখানে শুধু। আমি জানি শেষ পর্যন্ত এটা একটা ভালো লড়াই ছিল। চতুর্থ রাউন্ডে একটু চাপে পড়ে গিয়েছিলাম। তবে আমি ফলাফল দেখে খুশি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।