স্টকহোম ডায়মন্ড লিগে নব্বই মিটারের ‘লক্ষ্যভেদ’ করতে চেয়েছিলেন। সেই লক্ষ্যের একেবারে কাছেও পৌঁছে যান। একটুর জন্য ৯০ মিটার ছুঁতে পারেননি। তাতে অবশ্য একেবারে অসন্তুষ্ট নন নীরজ চোপড়া। বরং অলিম্পিক্স চ্যাম্পিয়ন বলেন, ‘ট্রেনিং ভালো হচ্ছে। ধীরে-ধীরে উন্নতি ভালো।’
বৃহস্পতিবার স্টকহোম ডায়মন্ড লিগে রুপো জয়ের পর নীরজ বলেন, 'আমার খুব ভালো লাগছে। প্রথম রাউন্ডে ৮৯.৯৪ মিটার ছুড়েছিলাম - ৯০ মিটারের কাছে। খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে আজ আমি ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারব। ঠিক আছে, এই বছর আরও প্রতিযোগিতায় নামব আমি। পিটার্সকে (সোনাজয়ী) অভিনন্দন জানাই।' সঙ্গে তিনি বলেন, ‘ট্রেনিং ভালো হচ্ছে। ধীরে-ধীরে উন্নতি ভালো।’
আরও পড়ুন: Neeraj Chopra: অলিম্পিক্সের পর প্রথমবার নেমেই জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ, জিতলেন রুপো
স্টকহোম ডায়মন্ড লিগে নীরজের রুপো
প্রথম চেষ্টায় ৮৯.৯৪ মিটার ছোড়েন নীরজ। যিনি গত ১৪ জুন পাভো নুরমি গেমসে ৮৯.৩ মিটার দূরত্ব অতিক্রম করে জাতীয় রেকর্ড গড়েছিলেন। সেটাই টোকিয়ো অলিম্পিক্সের পর নীরজের প্রথম টুর্নামেন্ট ছিল। তবে সেই জাতীয় রেকর্ড বেশিদিন টিকল না। বৃহস্পতিবার স্টকহোম ডায়মন্ড লিগে জাতীয় রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে নীরজের বর্শা।
আরও পড়ুন: Diamond League: ৮৯.৯৪ মিটার! ১৬ দিনে ২ বার জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ, ডায়মন্ড লিগে প্রথম পদক জয়
তবে দ্বিতীয় থ্রোয়ে কিছুটা ছন্দপতন হয় নীরজের। ২৪ বছরের তারকার বর্শা ৮৪.৩৭ মিটার অতিক্রম করে। তারইমধ্যে নিজের তৃতীয় চেষ্টায় ৯০ মিটারের গণ্ডি পেরিয়ে যান অ্যান্ডারসন পিটার্স। তাঁর বর্শা ৯০.৩১ মিটার যায়। সেই থ্রো অ্যান্ডারসনের সোনা জয় নিশ্চিত করে দেয়। তৃতীয় চেষ্টায় ৮৭.৪৬ মিটার, চতুর্থ চেষ্টায় ৮৪.৭৭ মিটার এবং পঞ্চম চেষ্টায় ৮৬.৬৭ মিটার দূরত্ব পার করেন নীরজ। তাতে অবশ্য সার্বিক ফলাফলে কোনও প্রভাব পড়েনি। ৮৯.৯৪ মিটার থ্রোয়ের সুবাদে স্টকহোম ডায়মন্ড লিগে রুপো জেতেন ভারতীয় তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।