আইপিএল থেকে শিক্ষা, এবার বজ্রকঠিন জৈব বলয় তৈরি হয়েছে বিরাট-মিতালিদের জন্য। ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে উড়ে যাবেন বিরাট কোহলিরা। তার আগে তাই মুম্বইয়ের টিম হোটেলে একে একে যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেটার, কোচ ও দলের স্টাফরা। টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী, ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মাও যোগ দিয়েছেন বায়ো বাবলে।
এ বার মুম্বইয়ের টিম হোটেলে আট দিনের কড়া কোয়ারান্টিন কাটাতে হবে বিরাটদের। তাদের সঙ্গে একই হোটেলে থাকছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলও। রমেশ পাওয়ারের মেয়েরা ইংল্যান্ডের মাটিতে একটা টেস্ট ও ৩টি ওয়ান ডে সহ ৩টি টি-২০ সিরিজ খেলবেন। তারাও তাই বিরাটদের সঙ্গেই ইংল্যান্ডে রওনা হবেন। সেই কারণে তারাও টিম হোটেলে চলে এসেছেন। আর হোটেলে ঢুকেই বোর্ডের কড়া বিধি নিয়মের মধ্যে চলে গেছেন তারা।
হোটেলের রুম থেকে বেরোনোর অনুমতি নেই ক্রিকেটারদের। তাই রুমেই শরীরচর্চা করার সামগ্রী দেওয়া হয়েছে রাহানে-রোহিতদের। ২ জুন ভারতীয় পুরুষ ও মহিলা দলের ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা। বিসিসিআইয়ের এক সূত্রের খবর অনুযায়ী, ‘সদ্য করোনা মুক্ত ঋদ্ধিমান সাহা ও প্রসিধ কৃষ্ণা পুরোপুরি সুস্থ হয়ে দু’দিন আগেই বলয়ে প্রবেশ করেছেন। মুম্বইকর বিরাট, রোহিত এবং ভারতের হেড কোচ রবি শাস্ত্রী জৈব সুরক্ষা বলয়ে সদ্য প্রবেশ করেছেন।’
ভারতীয় বোর্ড ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড সফরে পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারবেন বিরাট-রোহিতরা। তবে সেই সিদ্ধান্তে এখনও শিলমোহর পড়েনি। বিসিসিআই আশাবাদী তাড়াতাড়ি এই ব্যাপারে অনুমতি দেওয়া হবে। বিসিসিআইয়ের ওই সূত্রের খবর অনুযায়ী, ‘আমরা চাই না আমাদের ক্রিকেটাররা ৩ মাস পরিবারের থেকে আলাদা থাকুক। বিশেষ করে বলয়ের মধ্যে। পরিবার সঙ্গে থাকলে ক্রিকেটাররা মানসিকভাবে শক্ত থাকবেন। তাই তাদের মানসিক অবস্থার সঙ্গে আমরা আপস করতে চাই না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।