ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র শুভমন গিল। যেখানে হাত ছড়াচ্ছেন সেখানেই সোনা ফলছে। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া শেষ টেস্ট ম্যাচ। সেখানেই নতুন রেকর্ড করলেন শুভমন গিল। টানা দুই দিন অস্ট্রেলিয়ার দাপুটে ব্যাটিংয়ের পর অনেকটা চাপে পড়ে যায় ভারত। ৪৮০ রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। গিলের শতরান এবং বিরাটের লড়াকু ইনিংসের ফলে কিছুটা হলেও চাপমুক্ত হয়েছে টিম ইন্ডিয়া।
বছর সবে শুরু হয়েছে। এর মধ্যেই ক্রিকেটের সব ফরম্যাটেই শতরান করার রেকর্ড করলেন তিনি। এক ক্যালেন্ডারে চতুর্থ ভারতীয় ব্যাটার এবং দশম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে ৯ জন ক্রিকেটারের এই রেকর্ড রয়েছে। ২০১০ সালে শ্রীলঙ্কার মহেলা জয়বর্ধনের এবং ভারতের সুরেশ রায়না এক ক্যালেন্ডারে সব ফরম্যাটে শতরান করেন। দিলশান ২০১১ সালে ও শাহজাদ ২০১৪ সালে এই রেকর্ড করেছেন। রোহিত শর্মা, কেএল রাহুল, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, তামিম ইকবালরাও এই তালিকায় নিজেদের নাম আগে থেকেই তুলে রেখেছেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন তরুণ তারকা ব্যাটার শুভমন গিল।
২৩৫ বলে ১২৮ রান করেন তিনি। ইনিংসটি সাজানো ১২টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। স্ট্রাইকরেট ৫৪.৪৭। দ্বিতীয় দিনের শেষ ওভারে অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লিয়নকে বড় ছয় মারেন তিনি। তখনই একটা আভাস পাওয়া যায়। তবে শনিবার সকাল থেকে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন গিল। চেতেশ্বর পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝি হতে হতে বেঁচে ছিলেন তিনি। শেষে নাথানের বলেই এলবিডব্লিউ হয় প্যাভিলিয়নের ফেরেন তিনি।
ফর্মে না থাকা লোকেশ রাহুলের জায়গায় দলে সুযোগ পান তিনি। তবে ইন্দোরে রান না পাওয়ায় সমালোচনা শিকার হন এই তরুণ। সেই সমালোচনা কড়া জবাব দিলেন ব্যাটের মাধ্যমে। তৃতীয় দিনের শেষে ভারতের রান ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান। ৫৯ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে ১৬ রানে ক্রিজে রয়েছেন জাদেজা।