বাংলা নিউজ > ময়দান > ‘এত বাইরের বলে লুজ শট কেন!’ বারবার খোঁচা মেরে আউট হচ্ছেন কোহলি, ক্ষুব্ধ গাভাসকর

‘এত বাইরের বলে লুজ শট কেন!’ বারবার খোঁচা মেরে আউট হচ্ছেন কোহলি, ক্ষুব্ধ গাভাসকর

বিরাট কোহলি এবং সুনীল গাভাসকর।

সেঞ্চুরিয়ানে প্রথম ইনিংসে এনগদির বলে কোহলি খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়েছিলেন। ৩৫ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। বুধবারও সেই একই ভুল করে বসলেন কোহলি। লাঞ্চের পর মার্কো জেনসনের প্রথম বলে অফ স্টাম্পের বাইরের যাওয়া বলকে অকারণে খোঁচা মারতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

বারবার খোঁচা মারতে গিয়ে আউট হচ্ছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে দু'টো ইনিংসেই একই ভুল করে আউট হয়েছেন বিরাট। সেঞ্চুরিয়ানে প্রথম ইনিংসে এনগদির বলে কোহলি খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়েছিলেন। ৩৫ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন তিনি। বুধবারও সেই একই ভুল করে বসলেন কোহলি। লাঞ্চের পর মার্কো জেনসনের প্রথম বলেই আউট হয়ে যান কোহলি। অফ স্টাম্পের বাইরের যাওয়া বলকে অকারণে খোঁচা মারতে গিয়ে উইকেটকিপার কুইন্টন ডি'ককের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে কোহলি ১৮ রানে আউট হয়ে যান। আর কোহলি এ ভাবে আউট হওয়ার পরেই তীব্র ক্ষোভ উগড়ে দেন সুনীল গাভাসকর।

কোহলি আউট হতেই ধারাভাষ্যে সুনীল গাভাসকরকে বলতে শোনা যায়, ‘লুজ শট’। এর পর তিনি আরও বলেন, ‘বলতেই হচ্ছে এটা লুজ শট। লাঞ্চের পরে প্ৰথম বলে সাধারণত ব্যাটসম্যানরা একটু ধাতস্থ হয়ে নেয়। টেস্টে ক্রিকেটে তো পা ভালো ভাবে নড়াচড়া করার জন্যও সময় চাই!’

এখানে না থেমে গাভাসকর বলতে থাকেন, ‘খেলার মাঝে যে কোনও বিরতি, সেটা চার-পাঁচ মিনিটের স্বল্প বিরতিও হতে পারে, তার পরেও ব্যাটসম্যান নিজেকে একটু গুছিয়ে নেয়। কোহলি এত অভিজ্ঞ ব্যাটসম্যান! দ্রুত রান তুলতে হবে, যাতে তাড়াতাড়ি ডিক্লেয়ার করা যায়- এটা হয়তো ওঁর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। স্রেফ দেখো, কতটা দূরের বল ও চালাল। লাঞ্চের পরে ফার্স্ট বল- সহজেই ও ছেড়ে দিতে পারত!’

এ দিকে ২০১৯ সাল থেকে ভারতের টেস্ট দলের অধিনায়কের রান তিন অঙ্কের ঘরে পৌঁছতেই পারছেন না। এই বছরও সেই ধারা ভাঙতে পারলেন না কোহলি। বছরের শেষ টেস্টেও শতরান করা হল না তাঁর। বার বার বাজে ভাবে আউট হওয়ার জন্যই কোহলির উপর এ বার তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট মহলও।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘কত মেয়ে দুঃখ পেল’! বউর সঙ্গে ফেসবুক ডিপি কিঞ্জলের; লিখলেন,‘যে আমাকে সব কিছুতে…’ আজ এশিয়ার ম্যাচে নামছে মোহনবাগান! কোথায় লাইভ দেখবেন? কত টাকা লাগবে? দেখুন আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার? কুণালের নিশানায় স্বস্তিকা-সৃজিত টিটাগড়ে দলীয় কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল তৃণমূল কাউন্সিলর, আটক করল পুলিশ মোদীর জন্মদিনে নিরামিষ লঙ্গর আজমির শরীফে, প্রধানমন্ত্রীর জন্য করা হল প্রার্থনা পতৌদির রক্ত জেহ-তৈমুরের শরীরে, ছোট থেকেই ছেলেদের যে ট্রেনিং দিচ্ছেন সইফ এই অস্থির সময়ে মা দুর্গার উপর ভরসা রাখুন, এখন থেকেই পাঠান শারদীয়ার শুভেচ্ছা ঐতিহাসিক চুক্তি! ঐতিহ্যশালী কাউন্টি ক্লাবের মালিকানা এল IPL ফ্র্য়াঞ্চাইজির হাতে মণিপুরে ঠিক কী সমস্যা হচ্ছে, জানালেন অমিত শাহ, আশাবাদী সমাধান সূত্র নিয়ে দুর্গাপুজোর আগেই ভয়াবহ দুর্যোগের মুখে বাংলা, শীঘ্রই পরিস্থিতি আরও খারাপ হতে পারে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.