এখন অক্ষর প্যাটেল সেঞ্চুরির কাছাকাছি যেতে মিস করবেন না, ৩৪টি সেঞ্চুরি করা গাভাসকরের কাছ থেকে বিশেষ টিপস পেয়েছেন ভারতের এই তারকা ক্রিকেটার। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ ও শেষ টেস্টের চতুর্থ দিন বিরাট কোহলির নামে লেখা ছিল। বিরাট তার ৭৫তম আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। ৩৬৪ বলে ১৮৬ রানের ইনিংস খেলেন কোহলি। নভেম্বর ২০১৯ এর পর টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি এসেছে। এদিন ষষ্ঠ উইকেটে অক্ষর প্যাটেলের থেকে ভালো সমর্থন পেয়েছেন বিরাট।
শ্রেয়স আইয়ারের পিঠে সমস্যা থাকায় ভারতে ব্যাটসম্যানের অভাব ছিল। কিন্তু তা একবারে অনুভূত হতে দেননি অক্ষর প্যাটেল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া যখন ৪৮০ রানে গুটিয়ে যায়, জবাবে প্রথম ইনিংসে ভারত ৫৭১ রান করে। এই সিরিজে ভারতের হয়ে ব্যাট হাতে সকলকে অবাক করেছেন অক্ষর প্যাটেল। নাগপুর ও দিল্লি টেস্টে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ইন্দোর ম্যাচে দুই ইনিংসেই অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। এই ম্যাচেও অক্ষর প্যাটেল তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন। মিচেল স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে পর্যন্ত তিনি ১১৩ বলে গুরুত্বপূর্ণ ৭৯ রানের ইনিংস খেলেন। এদিন নিজের ইনিংসে তিনি মারেন ৫টি চার ও চারটি ছক্কা। বিরাটের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৬২ রানের বড় জুটি গড়েন অক্ষর প্যাটেল।
আরও পড়ুন… হার্দিক টেস্টে ফিরুক, নিজের উপর থেকে চাপ কাটাতে শিখুক রাহুল, আশা ওয়াটসনের
সিরিজে তৃতীয়বারের মতো সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলেন অক্ষর প্যাটেল, কিন্তু আবার সেই শতরান হাতছাড়া করেন অক্ষর প্যাটেল। চতুর্থ দিনের খেলার পর, সুনীল গাভাসকর, যিনি ৩৪টি টেস্ট সেঞ্চুরি করেছেন, তিনি প্যাটেলকে পরামর্শ দেন যে কীভাবে সেঞ্চুরি করা যায়। সে সম্পর্কে পরামর্শ দিয়ে অক্ষরের উদ্দেশ্যে বড় মন্তব্য করেছেন গাভাসকর। অক্ষর যখন দিনের খেলা শেষ হওয়ার পরে সম্প্রচারকারীদের সঙ্গে কথা বলতে পৌঁছেছিলেন। সেখানে সুনীল গাভাসকর তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘পরের বার সেঞ্চুরি মিস করবেন না। কারণ ১০০ করার এমন সুযোগ বারবার আসে না, তাই যখন আসে তখন ছেড়ে দেবেন না।’ গাভাসকরের এই কথা শুনে অক্ষর প্যাটেল তাঁকে এই পরামর্শের জন্য ধন্যবাদ জানান।
আরও পড়ুন… বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজকে যথেষ্ট গুরুত্ব দেয়নি ব্রিটিশরা- নাসের হুসেনের কড়া সমালোচনা
অক্ষর প্যাটেল এই বর্ডার গাভাসকর সিরিজে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। চার ম্যাচের পাঁচ ইনিংসে ৮৮ গড়ে ২৬৪ রান করেছেন তিনি। সিরিজে তাঁর চেয়ে বেশি রান শুধু কোহলি ও খোয়াজার রয়েছে। কিন্তু দুজনেরই একটি মাত্র ইনিংস ১৮০+। সিরিজে সর্বোচ্চ ৯টি ছক্কাও রয়েছে অক্ষর প্যাটেলের নামে। তিনিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি তিনবার ৫০+ রান করেছেন। এই সিরিজে একবারও এক ইনিংসে এক অঙ্কের স্কোরে আউট হননি অক্ষর প্যাটেল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।