বিজয় হাজারে ট্রফির ইতিহাসে প্রথমবার চারশো রানের গণ্ডি টপকাল বাংলা। নিজেদের সর্বোচ্চ দলগত ইনিংস গড়েও অবশ্য ঘাম ঝরিয়ে ম্যাচ জিততে হল অভিমন্যু ঈশ্বরনদের।
সোমবার এলিট ই-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্ভিসেসের মুখেমুখি হয় বাংলা। রাঁচিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামেন ঈশ্বরনরা। সুদীপ ঘরামি ও ক্যাপ্টেন ঈশ্বরনের জোড়া শতরানে ভর করে বাংলা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪২৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
সুদীপ ১৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ১২৯ বলে ১৬২ রান করে আউট হন। ঈশ্বরন ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২৩ বলে ১২২ রান করেন। এছাড়া শাহবাজ আহমেদ ২৮ বলে ৫৯, ঋত্বিক রায়চৌধুরী ১২ বলে ৩১ ও মনোজ তিওয়ারি ৮ বলে ২০ রান করেন।
উল্লেখ্য, এর আগে বিজয় হাজারে ট্রফিতে বাংলার সর্বোচ্চ দলগত ইনিংস ছিল ৫ উইকেটে ৩৯৭ রানের। ২০০৪ সালে অসমের বিরুদ্ধে এমন বড়সড় ইনিংস গড়ে বাংলা। এছাড়া গতবছর জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে ৪ উইকেটে ৩৬৮ রান তোলে বাংলা।
বিজয় হাজারে ট্রফিতে বাংলার সেরা ৫টি দলগত ইনিংস:-
১. ৪২৬/৪ বনাম সার্ভিসেস (২০২২)
২. ৩৯৭/৫ বনাম অসম (২০০৪)
৩. ৩৬৮/৪ বনাম জম্মু-কাশ্মীর (২০২১)
৪. ৩৫০/৮ বনাম তামিলনাড়ু (২০১০)
৫. ৩৪৯/৫ বনাম ত্রিপুরা (২০০৪)
জবাবে ব্যাট করতে নেমে সার্ভিসেস এই ম্যাচে ৯ উইকেটের বিনিময়ে ৩৭৯ রানে আটকে যায়। বিশাল ইনিংস গড়েও বাংলা মাত্র ৪৭ রানের ব্যবধানে ম্যাচ জেতে। শাহবাজ আহমেদ ৪টি ও প্রদীপ্ত প্রামানিক ৩টি উইকেট দখল করেন। সুতরাং, দুই ইনিংস মিলিয়ে ম্যাচের ১০০ ওভারে মোট ৮০৫ রান ওঠে।