পাকিস্তানে ক্রিকেট আয়োজন করা সহজ নয়। দীর্ঘদিন ধরেই সন্ত্রাসের ছায়া পড়েছে ক্রিকেটে। এ কারণে দীর্ঘদিন ধরে এখানে বড় দলকে আমন্ত্রণ জানাতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অনেক সংগ্রামের পর অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল এবার সেখানে খেলতে গেছে। একদিকে রাওয়ালপিন্ডিতে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে, অন্যদিকে পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলা সবাইকে উদ্বিগ্ন করেছে। এরফলে আবারও প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তানের নিরাপত্ত ব্যবস্থা।
অস্ট্রেলিয়া দল পাকিস্তান থেকে তাদের দেশে ফিরে যেতে পারে এমন খবর ভেসে আসছিল। তবে এই মুহূর্তে তা হচ্ছে বলে মনে হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড, তাদের হাইকমিশন এবং সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীদের সাথে ক্রমাগত যোগাযোগ করছে। ঐতিহাসিক এই সফরে কোনও বিপদ নেই। অস্ট্রেলিয়া দলকে উচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছে।’
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম দিনের খেলার পর অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘আমদের সহানুভূতি পেশোয়ারের মানুষের সঙ্গে রয়েছে।’ নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘আমরা আমাদের নিরাপত্তা দল দ্বারা পরিচালিত হচ্ছি। যখন থেকে আমরা এখানে অবতরণ করেছিলাম তখন থেকে আমরা সত্যিই, সত্যিই ভালো হাতে রয়েছি। তাই, আমরা সেই ব্যক্তিদের দ্বারা পরিচালিত হব। যদি কিছু পরিবর্তন করতে হয়, স্পষ্টতই তারা সে সম্পর্কে কথা বলবে।’
অস্ট্রেলিয়ার গণমাধ্যমও জানিয়েছে, দলের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রাওয়ালপিন্ডির পর লাহোরে দ্বিতীয় টেস্ট এবং করাচিতে তৃতীয় টেস্ট খেলবে অস্ট্রেলিয়ান দল। এরপর রাওয়ালপিন্ডিতে ফিরে আসবেন দুই দলের খেলোয়াড়রা। সেখানে সীমিত ওভারের সিরিজ খেলা হবে। পেশোয়ারে কোনও ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।