ব্যাডমিন্টনে নয়া নজির গড়লেন বি সুমিত রেড্ডি এবং এন সিক্কি রেড্ডি। দু’জনে সম্পর্কে স্বামী-স্ত্রী। এর আগে দু’জনে জুটি বেধে অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, আবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন একে অপরের বিরুদ্ধেও। সদ্য বিবাহ হওয়া এই দম্পতিকে আরও এবার একসঙ্গে দেখা গেল ব্যাডমিন্টন কোর্টে। সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নেন তাঁরা। মিক্সড ডাবলসে বিশ্বের ৩২ নম্বর স্থানে রয়েছে এই জুটি। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সুমিত জানান, ২০১৬ সালের পর থেকে ভারতে ব্যাডমিন্টন খেলা যথেষ্ট বিকশিত হয়েছে। তিনি বলেন, ‘বিশেষজ্ঞ কোচ এবং উন্নত পরিকাঠামোর সঙ্গে এই খেলা অনেক এগিয়ে গেছে। থমাস কাপ সহ বিভিন্ন প্রতিযোগিতায় ভারত অনেক ভালো ফল করেছে, সরকারের তরফেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, বিকাশের জন্য অর্থও বরাদ্দ করা হচ্ছে।’
সুমিত তাঁর অতীতের দিনের কথা স্মরণ করতে গিয়ে ২০১৭ সালের একটি কথা তুলে ধরেন, যেখানে তাঁকে তাঁর স্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল। তিনি বলেন, সেখানে ‘সিক্কি গোল্ড মেডেল জয় করেছিল এবং আমি রুপো।’ পারফরম্যান্সের নিরিখে এই জুটির কাছে সবচেয়ে সেরা বছর ছিল ২০১৭। অন্যদিকে সিক্কি নিজের ২০১৭ সালের গোল্ড মেডেল জেতা এবং তারপর ২০১৮ সালে ফাইনালে পৌঁছনোর কথা স্মরণ করেছেন। বিয়ের পরে ব্যাডমিন্টন কোর্টে জুটি বাধা প্রসঙ্গে বলতে গিয়ে সিক্কি বলেছেন, সিদ্ধান্তটি অপরিকল্পিত হওয়ায় ভ্রমণ, কোচিং সহ নানা বিষয়গুলিকে সহজ করে তুলেছিল। তিনি বলেন, ‘বৈবাহিক দায়িত্বের কারণে আমাদের আলাদা আলাদা ভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়াটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। সুমিত মেনস ডাবলসে পারদর্শী হওয়া সত্ত্বেও লকডাউনের পরের সময় আমাদের জুটি সফল হয়েছিল। আমরা বিশ্বের ৩২ নম্বর স্থান দখল করতে সক্ষম হয়েছিলাম।’
মঙ্গলবার মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডের মেইন ড্রয়ের প্রথম দিনের খেলায় জয় পেয়েছে সুমিত এবং সিক্কি জুটি। তাঁরা এই প্রতিযোগিতার শীর্ষ বাছাই ছিলেন। তাঁদের প্রতিপক্ষ ছিল এস সুনজিৎ এবং গৌরী কৃষ্ণ টি আর। ২১-১০ এবং ২১-১৮ ব্যবধানে ম্যাচে সুমিত এবং সিক্কি জয় পেয়েছেন। অন্যদিকে জয় পেয়েছেন পঞ্চম সেরা বাছাই ধ্রুব কপিলা এবং তানিশা ক্র্যাস্ট্রো জুটি। তাঁরা পরাজিত করেছেন চিনের জ্যাং হ্যান ইউ এবং বাও লি জিং জুটিকে। খেলার ফলাফল ছিল ১২-২১, ২১-১৫ এবং ২১-১৭।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।