বিশ্ব টেনিসের ক্রমতালিকায় বড় রেকর্ড গড়লেন সুমিত নাগাল। ভারতীয়দের মধ্যে ক্রমতালিকায় নিরিখে ছাপিয়ে গেলেন কিংবদন্তি লিয়েন্ডার পেজকেও। এটিপি ক্রমলাতিকায় ভারতীয়দের মধ্যে সর্বকালের ইতিহাসে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন এই টেনিস খেলোয়াড়। তাঁর সঙ্গে একই স্থানে রয়েছেন শশি মেনন। তাঁরও কেরিয়ারের সেরা এটিপি ক্রমতালিকায় স্থান ছিল ৭১। সুমিত নাগালও নিজের কেরিয়ারের সেরা সিঙ্গল Ranking অর্থাৎ এটিপির ক্রমতালিকায় উঠে এসেছেন ৭১ নম্বর স্থানে। সোমবার এই নতুন তালিকা প্রকাশ্যে আসে। আর সেই তালিকা সামনে আসতেই দেখা যায় ভারতীয়দের মধ্যে বর্তমানে ১ নম্বর সিঙ্গল টেনিস খেলোয়াড় সুমিত নাগালের বিশ্ব টেনিস ক্রমতালিকাতেও বিস্তর উন্নতি হয়েছে। গত একবছরে চারটি এটিপি চ্যালেঞ্জার্স প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন সুমিত নাগাল।
আরও পড়ুন-ভিডিয়ো-KKR-কে চ্যাম্পিয়ন করবে বলে রাজনীতি ছেড়েছেন গম্ভীর! বড় দাবি নাইট তারকার
হরিয়ানার ২৬ বছর বয়সী সুমিত নাগাল এর আগে দেশকে বিশ্বমঞ্চে বহুবার সাফল্য এনে দিয়েছেন। দেশবাসীকে গর্বিত করেছেন। দেশের ডেভিস কাপ দলেরও গুরুত্বপূর্ণ সদস্য তিনি। খেলেছিলেন টোকিও অলিম্পিক্সেও। যদিও পদক জেতা হয়নি তাঁর। রবিবারই এটিপি চ্যালেঞ্জার্স টু-রে রানার্স আপ হিসেবে শেষ করেন সুমিত নাগাল। এরপরই দেখা যায়, সোমবারে প্রকাশিত এটিপি ক্রমতালিকায় ছয় ধাপ উন্নতি হয়েছে তাঁর।
আরও পড়ুন-২০১১ বিশ্বকাপ থেকে বাদ পড়েই ম্যাগি ম্যান রোহিত, হয়ে ওঠেন হিটম্যান! কীভাবে? বললেন অভিষেক
ভারতীয়েদর মধ্যে অতীতের পরিসংখ্যানের নিরিখে তাঁর আগে রয়েছেন আরও তিন জন। সিঙ্গল বিভাগে কেরিয়ারের সেরা ৭৩ নম্বর Ranking ছিল লিয়েন্ডার পেজের । কিন্তু তাঁকে ছাপিয়ে এবার আরও ওপরে উঠে এসেছেন সুমিত নাগাল। ৭১ নম্বর ক্রমতালিকায় স্থান এর আগে ভারতীয়দের মধ্যে পেয়েছিলেন শশি মেনন, এক্ষেত্রে সুমিত তাঁর সঙ্গেই ভারতীয়দের মধ্যে এটিপি তালিকার নিরিখে যুগ্ম চতুর্থ সফল টেনিস খেলোয়াড়। বর্তমানে সুমিত নাগালের কোচ সোমদেব দেববর্মন। তিনি এই তালিকায় সুমিতের আগেই রয়েছেন। সোমদেবের এটিপি ক্রমতালিকায় সর্বোচ্চ স্থান ছিল ৬২।
আরও পড়ুন-ওপেনিং করাতে গিয়ে ব্যর্থ বিরাট, সুপার হিট পন্ত!কেন এমন সিদ্ধান্ত, জানালেন বিক্রম রাঠোর
এটিপি ক্রমতালিকায় নিরিখে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন রমেশ কৃষ্ণন। তাঁর স্থান ছিল ২৩। ভারতের হয়ে এটিপি ক্রমতালিকার নিরিখে সবচেয়ে সফল, বিজয় অমৃতরাজ। তাঁর শ্রেষ্ঠ Ranking ছিল ১৮। প্যারিস অলিম্পিক্সে ভারতীয়দের মধ্যে সিঙ্গল বিভাগে একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে নামবেন সুমিত নাগালই। অলিম্পিক্স শুরুর আগে ক্রমতালিকায় এহেন উত্থান হওয়ায় স্বভাবতই আত্মবিশ্বাস অনেকটাই বাড়ল তাঁর, সেকথা বলাই বাহুল্য। গত সপ্তাহে এটিপি ক্রমতালিকায় ৭৭ নম্বরে উঠে এসেছিলেন, সেই ধারা বজায় রেখেই এবার আরও কয়েকধাপ উঠে এলেন ২৬ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।