শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা কি অর্জন করবেন সুমিত নাগাল? সেই নিয়ে প্রশ্ন ছিল। বলা যায় আশা খুব কম ছিল। কিন্তু সেই অসাধ্য সাধন হয়তো করেই ফেলেছেন ভারতীয় তারকা! রবিবার বেশিরভাগ ভারতীয় ক্রীড়াপ্রেমী মানুষ ব্যস্ত ছিলেন নিউ ইয়র্কে ভারত বনাম পাকিস্তানের টি-২০ ম্যাচ দেখতে সেই সময়েই হেইলবোর্ন চ্যালেঞ্জার্স (হেইলব্রোনার নেকারকাপের) শিরোপা জিতে নিলেন ভারতের এই মুহূর্তের শ্রেষ্ঠ সিঙ্গেলস তারকা। লাল সুড়কির কোর্টে হেইলবোর্ন চ্যালেঞ্জার (ক্লে) শিরোপা জেতার ফলে ক্রমতালিকায় এগারো ধাপ এগিয়েছেন সুমিত। আর তার ফলেই তাঁর প্যারিস অলিম্পিকে খেলতে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন… IND vs PAK: বুমরাহ জিনিয়াস, চাইব পুরো T20 WC 2024 এই মানসিকতা নিয়েই খেলুক- রোহিত শর্মা
টুর্নামেন্টে তৃতীয় বাছাই ছিলেন সুমিত নাগাল। ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন আলেকজান্ডার রিশার্ডের। আলেকজান্ডারের বিরুদ্ধে ম্যাচে সুমিত নাগাল জিতে নেন ৬-১,৬-৬ এবং ৬-৩ ফলে। এই জয়ের ফলে ক্রমতালিকায় ১১ ধাপ এগিয়েছেন সুমিত নাগাল। এই টুর্নামেন্টে নামার আগে ক্রমতালিকায় তিনি ছিলেন ৮৮ নম্বরে। এই টুর্নামেন্টে জেতার পরে আপাতত তিনি ক্রমতালিকায় রয়েছেন ৭৭ নম্বরে।
আরও পড়ুন… T20 WC 2024 IND vs PAK: ভুলটা কোথায় করল পাকিস্তান? হারের জন্য কাদেরকে দায়ী করলেন বাবর আজম
অলিম্পিক গেমসে ৬৪ জন পুরুষ সিঙ্গেলস বিভাগে খেলার সুযোগ পাবেন। ১০ তারিখ এই তালিকা প্রকাশিত হবে। ক্রমতালিকায় প্রথম ৫৬ নম্বরে থাকা তারকারা সরাসরি খেলার সুযোগ পাবেন। এটিপি ক্রমতালিকাতে ৭৭ নম্বরে উঠে এসে সুমিত নাগাল অলিম্পিক গেমসের জন্য যে ক্রমতালিকা সেই তালিকায় ৫৬ নম্বরে রয়েছেন বলে জানা গিয়েছে। কারণ একটি দেশ থেকে সর্বাধিক ৪ জন খেলতে পারবেন।
আরও পড়ুন… T20 WC 2024: ভারতের কাছে হারলেই কি পাকিস্তানের বিদায় ঘণ্টা বাজবে! কী বলছে গ্রুপ ‘A’-র অঙ্ক?
৬৪ টি স্পটের মধ্যে আটটি স্পটে আবার রয়েছে কোটা। রয়েছে মহাদেশীয় কোটা, রয়েছে অতীতের অলিম্পিক গেমসে সোনাজয়ীদের কোটা, রয়েছে অতীতের গ্রান্ড স্ল্যাম জয়ীদের কোটা। পাশাপাশি রয়েছে ইউনিভার্সিটি কোটাও। এই জয় নাগালের এটিপি কেরিয়ারে ষষ্ঠ জয়। ক্লে কোর্টে এটি তাঁর চতুর্থ জয়। এই বছরে এই নিয়ে দ্বিতীয় খেতাব জিতলেন তিনি। ১০ জুন নিশ্চিত হয়ে যাবে কোন কোন লন টেনিস তারকা যাচ্ছেন প্যারিস অলিম্পিক গেমসে খেলতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।