বাংলা নিউজ > ময়দান > একগাদা ভুল, উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় সুমিত নাগালের

একগাদা ভুল, উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় সুমিত নাগালের

সুমিত নাগাল। ছবি- এপি (AP)

ঐতিহ্যবাহী উইম্বলডনের প্রথম রাউন্ডে ২ ঘন্টা ৩৮ মিনিটের কঠিন লড়াই লড়লেন সুমিত নাগাল। তবুও শেষ রক্ষা হল না। বিশ্ব ক্রমতালিকায় ৫৩ নম্বরে থাকা মিওমির কেকমানোভিচের কাছে হারলেন তিনি। খেলার ফল ২-৬,৬-৩,৩-৬,৪-৬।

শুভব্রত মুখার্জি:- ভারতীয় লন টেনিসে এই মূহুর্তের সেরা খেলোয়াড় সুমিত নাগাল। তাঁর কাছে এবারের উইম্বলডন প্রতিযোগিতা ছিল অত্যন্ত স্পেশাল।কারণ এবারেই প্রথমবার তিনি সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তবে তাঁর এবারের অভিযান সুখকর হল না। একের পর এক ভুল করে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন তিনি। যে কঠোর পরিশ্রম করে তিনি পৌঁছেছিলেন উইম্বলডনের মূলপর্বে তা এদিন একাধিক আনফোর্সড এরর করে কার্যত নষ্ট করলেন সুমিত। প্রথম রাউন্ডে তিনি মুখোমুখি হয়েছিলেন কিংবদন্তি নোভাক জকোভিচের স্বদেশীয় নবীন সার্বিয়ান ষমিওমির কেকমানোভিচের বিরুদ্ধে।যিনি ও কোয়ালিফায়ার খেলে উঠে এসেছিলেন। তাঁর বিরুদ্ধে ম্যাচে সুমিত ভালো পারফরম্যান্স করবেন এমনটাই আশা ছিল বিশেষজ্ঞদের।তবে বাস্তবে তা হল না।

আরও পড়ুন-‘এই পিচের কিছুটা অংশ আমার কাছে রাখব বলেই মাটি খাই’! জানালেন রোহিত

ঐতিহ্যবাহী উইম্বলডনের প্রথম রাউন্ডে ৪৪ টি আনফোর্সড এরর করলেন সুমিত নাগাল। যা তাঁকে ম্যাচে অনেকটাই পিছিয়ে দেয়। অনিচ্ছাকৃত ভুলের কারণে গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনি হেরে গিয়ে ম্যাচ শেষ পর্যন্ত হেরে বসলেন। যদিও হেরে যাওয়ার আগে ২ ঘন্টা ৩৮ মিনিটের কঠিন লড়াই লড়লেন তিনি। তবুও শেষ রক্ষা হল না। বিশ্ব ক্রমতালিকায় ৫৩ নম্বরে রয়েছেন মিওমির কেকমানোভিচ। তাঁর বিরুদ্ধে এতগুলো আনফোর্সড এরর করার পরেও একটি সেট ছিনিয়ে নেন ভারতীয় তারকা।তবে শেষ পর্যন্ত এঁটে উঠতে পারেননি। শেষ পর্যন্ত তাঁকে হারতে হয়েছে ২-৬,৬-৩,৩-৬,৪-৬। ২৬ বছর বয়সী ভারতীয় তারকা সুমিত এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ৭২ নম্বরে রয়েছেন। তিনি মিওমিরের বিরুদ্ধে কঠিন লড়াই করেছিলেন এদিন। তবে এদিন ভাগ্য তাঁর সহায় হল না।

আরও পড়ুন-ভদ্র ব্যবহার করুন, ঠিকভাবে কথা বলতে হবে, ফ্যানদের উপদেশ হার্দিকের

ম্যাচে ১২২ পয়েন্ট জিতেছেন মিওমির কেকমানোভিচ। তাঁর বিরুদ্ধে ১০৪ পয়েন্ট পেয়েছেন সুমিত নাগাল। ক্রমতালিকায় ৫৩ নম্বরে থাকা মিওমির ম্যাচে ছটি এস মারেন। নাগালের বিরুদ্ধে এটি দ্বিতীয় ম্যাচ ছিল মিওমিরের।আপাতত ২-০'তে এগিয়ে থাকল মিওমির। পাঁচ বছরে নাগাল প্রথম ভারতীয় যিনি উইম্বলডনের মূলপর্বে খেললেন। 

আরও পড়ুন-অবধারিত অফসাইড,দেখেও দেখলেন না রেফারি-ব্যাপক অশান্তি কোপার ম্যাচে! জিতল উরুগুয়ে, ক্ষোভে ফেটে পড়লেন পুলিসিচরা

২০১৯ সালে প্রজনেশ গুনশ্বেরন শেষবার খেলেছিলেন।তিনিও প্রথম রাউন্ডেই হেরে গিয়েছিলেন। এই মরশুমটা বেশ ভালো কাটছে নাগালের। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বেও তিনি কোয়ালিফাই করেছিলেন। সেখানে ক্রমতালিকায় ৩১ নম্বরে থাকা কাজাকিস্তানের আলেকজান্ডার বুলবিককে হারিয়ে ৩৫ বছরে প্রথম ভারতীয় হিসেবে গ্রান্ড স্ল্যামে কোন বাছাই খেলোয়াড়কে হারানোর নজির গড়েছিলেন। এছাড়াও ইন্ডিয়ান ওয়েলস এবং মন্টে কার্লো মাস্টার্সের মূলপর্বে ও এই বছর খেলেছেন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘মৃত্যু সিওর হয়ে গিয়েছিল’, বীরভূমে বন্যা দেখতে গিয়ে নদীতে পড়লেন ২ সাংসদ, ১ MLA আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! TMC মন্ত্রীর কটাক্ষ,জবাব অপরাজিতার ১৪৪ বল বাকি থাকতে SA-কে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের! একমাত্র ভারতই অপরাজেয় থাকল নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ দু’‌ঘণ্টা পর শেষ নবান্নের বৈঠক, মুখ্যসচিবের সঙ্গে কী কথা হয় জুনিয়র ডাক্তারদের?‌ ‘কাউকে টেকেন ফর গ্রান্টেড…’, মমতা সরকারকে তোপ পরমের, পালটা জবাব রুদ্রনীলের কসমেটিক সার্জারি না করিয়েও এখনও বরের চোখে 'সেক্সি' থাকার রহস্য ফাঁস করিনার এবার বাইরের তিন চিকিৎসককে তলব করল সিবিআই!‌ আরজি কর কাণ্ডে নয়া মোড় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট জম্মু-কাশ্মীরের প্রথম দফার নির্বাচন দেরিতে বেতন আসবে উৎসবের মাসে? পুজোর আগে ‘খারাপ’ ইঙ্গিত পেলেন শিক্ষকরা! ‘DA কম….’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.