শুভব্রত মুখার্জি:- ভারতীয় লন টেনিসের এই মুহূর্তে সেরা তারকা সুমিত নাগাল। এই বছর তিনি সরাসরি ফরাসি ওপেনের মূলপর্বে খেলার সুযোগ পান। প্রথম রাউন্ডে তিনি মুখোমুখি হয়েছিলেন শক্ত প্রতিপক্ষ ক্যারেন কাচানভের বিরুদ্ধে। যিনি এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় রয়েছেন ১৮ নম্বরে।
লাল সুড়কির কোর্টে টেনিসটা খেলতে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন না সুমিত। তবে এদিন তিনি লড়াইটা দিয়েছিলেন জোর। তবে কাচানভের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাঁকে হারতে হল। দু ঘন্টা ২৭ মিনিটের টানটান লড়াই চালিয়ে ও হেরে গেলেন সুমিত। হারলেন স্ট্রেট সেটে। খেলার ফল সুমিতের বিরুদ্ধে ২-৬,০-৬,৬-৭।
সুমিত এদিনের ম্যাচে হেরে যাওয়ার ফলে চলতি ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গেলস বিভাগে শেষ হয়ে গেল ভারতের চ্যালেঞ্জ। রোলাঁ গারোতে ৭ নম্বরে কোর্টে এদিন খেলতে নেমেছিলেন সুমিত। ২৬ বছর বয়সী ভারতীয় তারকার ম্যাচে এদিন বারবার বিঘ্ন ঘটায় বৃষ্টি। ফলে ম্যাচ মাঝে মধ্যে বন্ধ রাখতে হয়। যা কিছুটা হলেও প্রভাব ফেলে খেলোয়াড়দের স্বাভাবিক ছন্দের উপর।
প্রথম দুটি সেটে ভারতীয় তারকা খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তবে তৃতীয় সেটে দারুন লড়াই করেন তিনি। সেটটি টাইব্রেকারেও নিয়ে যান। সেখানে ভাগ্য তাঁর সাথ দিলে খেলাতে তিনি কামব্যাক করলেও করতে পারতেন। তবে বাস্তবে তা ঘটেনি।
ফরাসি ওপেনে ঘটনাচক্রে এই প্রথমবার সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেয়েছিলেন সুমিত নাগাল। তবে তিনি সেই সুযোগকে কাজে লাগাতে পারলেন না। নাগালের জন্য প্রথম থেকেই চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল। কারণ এক তাঁর লাল সুড়কির কোর্ট সেইভাবে পছন্দ নয়। দুই তাঁকে মুখোমুখি হয়েছিল বিশ্ব ক্রমতালিকায় প্রথম ২০'তে থাকা ক্রীড়াবিদের।
ম্যাচে চারটি ডবল ফল্ট করেন সুমিত। অন্যদিকে মাত্র দুটি ডবল ফল্ট করেছেন কাচানভ। দ্বিতীয় সার্ভও বেশ সমস্যায় ফেলে সুমিতকে। যেখানে সুমিত মাত্র ৫৫ শতাংশ দ্বিতীয় সার্ভ সঠিক করেছেন সেখানে ৬৮ শতাংশ সঠিক দ্বিতীয় সার্ভ করেছেন কাচানভ। ম্যাচে মাত্র একটি ক্ষেত্রেই সুমিত কাচানভের সার্ভ ভাঙতে সক্ষম হন।
অন্যদিকে ১৩টি সুযোগ পেয়ে ছয়বার কাচানভ সুমিতের সার্ভ ভেঙে দেন। তৃতীয় সেটে একবার কাচানভের সার্ভ ব্রেক করা সহ পরপর তিনটি গেমে জেতেন সুমিত। তবে তিনি এই মোমেন্টাম ধরে রাখতে পারেননি।ফলে লড়াই করেও ম্যাচও হারতে হয় তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।