শুভব্রত মুখার্জি: চেন্নাই চ্যালেঞ্জারে থেমে গেল সুমিত নাগালের লড়াই। দুরন্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন তারকা ভারতীয় টেনিস খেলোয়াড়। তবে শেষ রক্ষা করতে পারলেন না সুমিত। শেষ চারেই থেমে গেল তাঁর স্বপ্নের দৌড়। সুমিত নাগালের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন তাঁর আমেরিকান প্রতিপক্ষ নিকোলাস মোরেনা। স্ট্রেট সেটে একেবারে উড়ে গেলেন সুমিত নাগাল। এ দিন ফাইনালে কাঙ্খিত লড়াইটুকুও করতে পারেননি নাগাল। যার খেসারত দিতে হল তাঁকে। ফলে চেন্নাই চ্যালেঞ্জারের শিরোপা তাঁর নাগালের বাইরেই থেকে গেল।
আরও পড়ুন: অবসর উপভোগ করছেন ফেডেরার, স্কি করলেন ১৫ বছর পর- ভিডিয়ো
ম্যাচের ফলাফল নাগালের বিরুদ্ধে ৬-৪, ৬-২। আমেরিকার প্রতিপক্ষ নিকোলাস মোরেনা কার্যত খড়কুটোর মতন উড়িয়ে দিল নাগালকে। মোরেনোর বড় বড় সার্ভের এ দিন কোনও উত্তর ছিল না নাগালের কাছে। তবে ম্যাচ হারলেও এটিপি রাঙ্কিংয়ে উন্নতি ঘটতে চলেছে নাগালের। এই মুহূর্তে বিশ্বে ক্রম তালিকায় ৫০৬ নম্বরে রয়েছেন তিনি। চেন্নাইতে এই পারফরম্যান্সের পরে তাঁর ৯০ ধাপ উন্নতি ঘটতে চলেছে রাঙ্কিংয়ে। চেন্নাই চ্যালেঞ্জারে কোয়ালিফায়ার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন নাগাল। তার সঠিক ব্যবহার করেছেন তিনি। তাঁর অভিযানে তিনি হারিয়েছেন ক্রম তালিকায় তাঁর থেকে উপরে থাকা চার জন খেলোয়াড়কে। আর এই অসাধারণ পারফরম্যান্স করার পরেই তিনি বিশ্ব রাঙ্কিংয়ে প্রথম ৪০০তে ঢুকে পড়ার দোড়গোড়ায় দাঁড়িয়ে।
আরও পড়ুন: ‘কখনও ভাবিনি ছেলের সামনে গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল খেলব’, চোখের জলে বিদায় সানিয়ার
কোয়ার্টার ফাইনালে নাগাল মুখোমুখি হয়েছিলেন ব্রিটেনের জে ক্লার্কের। যেখানে নাগাল তাঁর মতে ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স করেন। এদিনের সেমিফাইনাল ম্যাচে নাগালের সব থেকে বড় দুর্বলতা ছিল তাঁর সার্ভিস। যার পূর্ণ সুযোগ ওঠান ক্রমতালিকায় ২১৯ নম্বরে থাকা আমেরিকান মোরেনা। ম্যাচের প্রথম সেটে একাধিক ব্রেক হয়। নিজের দ্বিতীয় সার্ভে নাগাল এদিন মাত্র ১১ শতাংশ পয়েন্ট পান। মোরেনো অন্য দিকে তাঁর প্রথম সার্ভিসে ৭৬ শতাংশ পয়েন্ট যেতেন। যা ম্যাচে পার্থক্য গড়ে দেয়। নাগাল এর পর খেলবেন বেঙ্গালুরু চ্যালেঞ্জারে। সোমবার থেকেই শুরু হবে এই টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় তিনি মূলপর্বে ওয়াইল্ড কার্ডে প্রবেশাধিকার পেয়েছেন। এই মুহূর্তে প্রাক্তন ভারতীয় তারকা সোমদেব দেববর্মনের প্রশিক্ষণে রয়েছেন এই ২৫ বছরের তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।