বাংলা নিউজ > ময়দান > IPL নিলামের আগে বড় ঘোষণা নাইট রাইডার্সের, বিদেশি লিগে নেতৃত্ব দেবেন সুনীল নারিন

IPL নিলামের আগে বড় ঘোষণা নাইট রাইডার্সের, বিদেশি লিগে নেতৃত্ব দেবেন সুনীল নারিন

সুনীল নারিন। ছবি- কেকেআর।

Abu Dhabi Knight Riders: নতুন বছরের জানুয়ারিতে বসবে ILT20-র উদ্বোধনী আসর।

আইপিএল নিলামের আগে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির নজর যেখানে দল গড়া নিয়ে অঙ্ক কষায় রয়েছে, নাইট রাইডার্স সেখানে বিদেশ লিগে দলের কাণ্ডারী কে হবেন, তা নিশ্চিত করে ফেলে। ফ্র্যাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হয়, ইন্টারন্যাশনাল লিগ টি-২০'তে আবু ধাবি নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন সুনীল নারিন।

নেতৃত্বের দায়ভার হাতে পেয়ে নিজের খুশি লুকিয়ে রাখেননি নারিন। ফ্র্যাঞ্চাইজির বিজ্ঞপ্তিতে ক্যারিবিয়ান তারকা বলেন, ‘আবু ধাবি নাইট রাইডার্সের নেতৃত্ব হাতে পেয়ে আমি রীতিমতো উত্তেজিত। এটা একটা নতুন চ্যালেঞ্জ। কেননা এবার শুধু নিজের খেলা বা নিজের চার ওভারের বোলিং কোটায় নজর দিলেই চলবে না। বরং গোটা দলের খেলার দিকে চোখ রাখতে হবে আমাকে।’

নারিন আরও বলেন, ‘আমি নতুন দায়িত্ব পালনের জন্য মুখিয়ে রয়েছি। আমি নাইট রাইডার্সে পরিণত হয়েছি। নাইট রাইডার্স আমার মধ্যে বেড়ে উঠেছে। সুতরাং, এটা পরিবারের মতো। যেখানেই ওদের দল থাকুক, আমি তার অংশ হতে পছন্দ করব। আমি আমিরশাহিতে প্রচুর ক্রিকেট খেলেছি। তাই পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ভালোভাবেই জানি।’

আরও পড়ুন:- Ranji Trophy: রঞ্জি অভিষেকে সেঞ্চুরি করে বাবা সচিনের দুর্দান্ত নজির ছুঁলেন অর্জুন তেন্ডুলকর

শেষে নারিন যোগ করেন, ‘যদি আবু ধাবি নাইট রাইডার্সের স্কোয়াডের দিকে তাকান, দেখবেন এটা পরিচিত সেটআপ, যার সঙ্গে আমি সড়গড়। একেবারে নতুন প্লেয়িং ইলেভেন দেখতে পাবেন না। প্লেয়ারদের দক্ষতা ও ক্ষমতা জানা আছে বলেই আমি বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছি।’

আরও পড়ুন:- গাড়ি দুর্ঘটনার কবলে ফ্লিন্টফ, আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হল হাসপাতালে

নতুন বছরের জানুয়ারিতে শুরু হবে আমিরশাহির নতুন টি-২০ লিগ, যার নাম দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-২০ বা আইএল টি-২০। ১৩ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আবু ধাবি নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দুবাই ক্যাপিটালস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন