বাংলা নিউজ > ময়দান > প্যারালিম্পিক্স দলে নরেশ কুমার শর্মাকে অন্তর্ভুক্তির নির্দেশ শীর্ষ আদালতের

প্যারালিম্পিক্স দলে নরেশ কুমার শর্মাকে অন্তর্ভুক্তির নির্দেশ শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে জয় পেলেন পাঁচ বারের প্যারালিম্পিয়ান শুটার নরেশ কুমার শর্মা।

দেশের প্যারালিম্পিক্স কমিটির দাবি ছিল, যোগ্যতা অর্জন করতে না পারার জন্য বাদ পড়তে হয়েছে নরেশ কুমার শর্মাকে। অর্জুন পুরস্কার জয়ী নরেশ কুমারকে বাদ দিয়েই টোকিও গেমসের জন্য ভারতীয় দলের তালিকা তৈরি করা হয়েছিল। এর বিরুদ্ধেই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নরেশ কুমার শর্মা।

অবশেষে জয় পেলেন পাঁচ বারের প্যারালিম্পিয়ান শুটার নরেশ কুমার শর্মা। সুপ্রিম কোর্টের তরফে দেশের প্যারালিম্পিক্স কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, টোকিও গেমসের জন্য অবিলম্বে নরেশ কুমারের নাম যেন অন্তর্ভূক্ত করা হয়। এই মামলা উঠেছিল সুপ্রিম কোর্টের তিন বিচারপতি  এএম খানউলকার, বিআর গাভাই এবং কৃষ্ণা মুরারীর ডিভিশন বেঞ্চে।

দেশের প্যারালিম্পিক্স কমিটির দাবি ছিল, যোগ্যতা অর্জন করতে না পারার জন্য বাদ পড়তে হয়েছে নরেশ কুমার শর্মাকে। অর্জুন পুরস্কার জয়ী নরেশ কুমারকে বাদ দিয়েই টোকিও গেমসের জন্য ভারতীয় দলের তালিকা তৈরি করা হয়েছিল। এর বিরুদ্ধেই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নরেশ কুমার শর্মা। প্রথমে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। উচ্চ আদালত এই ইস্যুতে দেশের প্যারালিম্পিক্স কমিটির কাছে জবাব চায়। কেন্দ্রকেও নোটিশ পাঠায় আদালত। ৬ অগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। তবে হাতে সময় না থাকায় দ্রুত মামলার নিষ্পত্তি চেয়েছিলেন নরেশ কুমার। তাতে রাজি হয়নি দিল্লি হাইকোর্ট। এর পরেই সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ভারতের পাঁচ বারের প্যারালিম্পিয়ান।

আসলে টোকিও-র জন্য নাম নথিভুক্ত করার শেষ দিন ছিল ২ অগস্ট। যে কারণে হাতে সময় না থাকায় জরুরিকালীন ভিত্তিতে শুনানি শুরু করার জন্য দেশের শীর্ষ আদালতে আবেদন করেন নরেশ কুমার শর্মা। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁর আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

সোমবার শীর্ষ আদালতে হওয়া এই সংক্রান্ত শুনানিতে হাজির ছিল না বিবাদী পক্ষ। এ দিকে দেশের ক্রীড়া মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, শুটার নরেশ কুমার শর্মার নাম টোকিওগামী দলে অন্তর্ভূক্ত করার ক্ষেত্রে তাদের কোনও আপত্তি নেই। পদক জয়ের সম্ভাবনা বাড়লে, তা দেশের জন্যই ভাল, এমনটাই আদালতে জানায় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সবার বক্তব্য শোনার পরেই নরেশ কুমার শর্মার পক্ষেই রায় দেয় সুপ্রিম কোর্ট। তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, ভারতের এই শুটারকে অবিলম্বে টোকিওগামী দলের সঙ্গে সংযুক্ত করতে হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.