
'সেদিন বুঝেছিলাম, কতবড় বোঝা বয়ে বেড়াচ্ছিল পাজি', রায়না জানালেন ১০০তম সেঞ্চুরি পূর্ণ করে তাঁকে কী বলেছিলেন সচিন
১ মিনিটে পড়ুন . Updated: 04 Jan 2021, 10:50 PM IST- সেঞ্চুরির সেঞ্চুরি পূর্ণ করার মুহূর্তে তেন্ডুলকরের সঙ্গে ব্যাট করছিলেন রায়না।
দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে প্রায় সাত বছর সচিনের সঙ্গে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সুরেশ রায়না। সচিনের সঙ্গে কাটানো বহু স্মরণীয় ব্যক্তিগত মুহূর্ত ছাড়াও দলগত সাফল্যেও শরিক হয়েছেন তিনি। যার মধ্যে সবথেকে বড় সাফল্য হিসেবে রায়না উল্লেখ করেন ২০১১ আইসিসি বিশ্বকাপ জয়।
তবে সচিনের একটি বিশ্বের কৃতিত্বের দিনে বাইশগজে তাঁর সঙ্গী ছিলেন রায়না, যে স্মৃতি তাঁর পক্ষে ভোলা কখনও সম্ভব নয়। রায়নার কথায়, ‘সেদিনই বুঝতে পেরেছিলাম, কতবড় মানসিক বোঝা বয়ে বেড়াচ্ছিল পাজি।’
আসলে সচিন যেদিনে শততম আন্তর্জাতিক শতরান পূর্ণ করেন, সেদিন নন-স্ট্রাইকার প্রান্তে তেন্ডুলকরের সঙ্গে ব্যাট করছিলেন রায়না। ইএসপিন-ক্রিকইনফোকে সুরেশ জানা, সেদিন বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর তেন্ডুলকর তাঁকে কী বলেছিলেন।
২০১২ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি পূর্ণ করেন সচিন। স্বাভাবিকভাবেই এমন অসাধারণ কৃতিত্বের জন্য তেন্ডুলকরকে অভিনন্দন জানান রায়না। সচিনকে রায়না বলেন, ‘ওয়েল ডান পাজি, অনেক দিন ধরেই এটা বাকি থেকে গিয়েছিল।’ জবাবে তেন্ডুলকর বলেন, ‘এই মুহূর্তটার জন্য অপেক্ষা করতে করতে আমার চুল পেকে গেল।’