বাংলা নিউজ > ময়দান > ভিডিয়ো-উইন্ডিজ বোলারদের নিয়ে ছেলেখেলা সূর্যের, চোখ ধাঁধিয়ে গেল তাঁর শটে

ভিডিয়ো-উইন্ডিজ বোলারদের নিয়ে ছেলেখেলা সূর্যের, চোখ ধাঁধিয়ে গেল তাঁর শটে

সূর্যকুমার যাদব।

২৬ বলে সূর্য্য হাফসেঞ্চুরি করেন। যা তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারে দ্রুততম অর্ধশতরান। ৪৪ বলে ৭৬ করে আউট হন তিনি। তাঁর এই ইনিংসে রয়েছে ৮টি চার এবং ৪টি ছয়। স্ট্রাইকরেট ১৭২.৭২।

সূর্যকুমার যাদবকে দিয়ে ওপেন করানোয় রোহিতের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছেন সূর্য। শেষ পর্যন্ত তৃতীয় ম্যাচে চেনা ছন্দে পাওয়া গেল স্কাইকে। সূর্য কুমার যাদবের ঝড়ো ইনিংসের হাত ধরে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়ে ফেরে ভারত।

২৬ বলে সূর্য্য হাফসেঞ্চুরি করেন। যা তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারে দ্রুততম অর্ধশতরান। ৪৪ বলে ৭৬ করে আউট হন তিনি। তাঁর এই ইনিংসে রয়েছে ৮টি চার এবং ৪টি ছয়। স্ট্রাইকরেট ১৭২.৭২।

আরও পড়ুন: মাত্র ১১ করে চোট পেয়ে মাঠ ছাড়লেও, কোহলির বড় রেকর্ড ভাঙলেন রোহিত

ওপেনার হিসেবে পরপর ২ ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। আর তার পর থেকে কেন তাঁকে দিয়ে ওপেন করানো হচ্ছে, তা নিয়ে রোহিত শর্মাকে তীব্র সমালোচনার মধ্যে পড়তে হয়। অনেকেই দাবি করেছিলেন, এতে আখেরে সূর্যের ক্ষতি করছেন রোহিত। তৃতীয় ম্যাচে রানে ফিরে সূর্য বলেন, ‘সত্যিই ওপেন করতে দারুণ লাগে। আমি এটি আইপিএলেও করেছি। এ দিন শুধু নিজেকে সমর্থন করেছি এবং ওপেন করতে নেমে খেলাটা উপভোগ করেছি।’

আরও পড়ুন: চোটের জন্য কি পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন রোহিত? নিজেই দিলেন আপডেট

তাঁর ইনিংসে মুগ্ধ ক্রিকেটমহল। বহু দিন বাদে ছন্দে ফিরে উচ্ছ্বসিত সূর্যকুমার যাদব নিজেও। মঙ্গলবার ক্যারিবিয়ানদের বি সূর্যের ইনিংস মিস করে গিয়েছেন? বা আরও একবার সেই ইনিংস দেখে চোখের শান্তি পেতে চান? স্কাইয়ের ইনিংসের হাইলাইটস থাকল আপনাদের জন্য।

মঙ্গলবার টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করে উইন্ডিজ ৫ উইকেটে ১৬৪ রান করে। কাইল মায়ের্স ৫০ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রভম্যান পাওয়েলের ২৩ রান। আসলে মায়ের্স ছাড়া বাকি ব্যাটাররা সে ভাবে আহামরি কিছু করতে পারেননি। ভারতের হয়ে ২ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ১টি করে উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া এবং আর্শদীপ সিং।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ৫ বলে ১১ করে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরে গেলে চাপে পড়ে যায় ভারত। তখন দলের রান ১৯। কিন্তু এ দিন হাল ধরেন সূর্য। তাঁর ৪৪ বলে ৭৬ রানের হাত ধরেই জয়ের পথে ফেরে ভারত। এ ছাড়া ঋষভ পন্ত ২৬ বলে ৩৩ করে অপরাজিত থাকেন। শ্রেয়স আইয়ার ২৭ বলে ২৪ করেন। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ করে ভারত। এ দিনের ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত।

বন্ধ করুন