বাংলা নিউজ > ময়দান > সূর্য-কোহলি-রাহুলের সৌজন্যে চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস ভারতের

সূর্য-কোহলি-রাহুলের সৌজন্যে চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস ভারতের

বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব (ছবি-এএনআই)

এই ম্যাচে সূর্যকুমার-বিরাট কোহলি-রোহিত শর্মা-কেএল রাহুলদের দাপটে নতুন নতুন ইতিহাস গড়ে ফেলেছে ভারতীয় দল। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার করা চতুর্থ সর্বাধিক রান করে ফেলেছে তারা। ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একটি বড় লক্ষ্য অর্জন করেছেন।

ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একটি বড় লক্ষ্য অর্জন করেছেন। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করেছেন সূর্যকুমার যাদব। আর এই ম্যাচে সূর্যকুমার-বিরাট কোহলি-রোহিত শর্মা-কেএল রাহুলদের দাপটে নতুন নতুন ইতিহাস গড়ে ফেলেছে ভারতীয় দল। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার করা চতুর্থ সর্বাধিক রান করে ফেলেছেন তাঁরা।

এদিন তিন উইকেট হারিয়ে ২৩৭ রান করল ভারত। যা ভারতীয় ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে করা চতুর্থ সর্বাধিক রান। ২০২২ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২২৫/৭ রান করেছিল ভারত। ডাবলিনের সেই স্কোরকে এদিন টপকে গেল রোহিত অ্যান্ড কোম্পানি। তবে এই রেকর্ডের বিচারে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৭ সালে সর্বাধিক ২৬০/৫ রান করেছিল ভারত। এরপরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করা ২০১৬ সালে লাউডারহিলের ২৪৪/৪ রান। এই তালিকার তিন নম্বরে রয়েছে ২০১৯ সালে মুম্বই করা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৪০/৩ রানের ইনিংস। এই তালিকার চার নম্বরে জায়গা করে নিল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের এই বড় স্কোর।

আরও পড়ুন… Ind vs SA 2nd T20: ১৬ রানে জিতে ইতিহাস গড়ল ভারত, ম্যাচে হল মোট ৪৫৮ রান

ম্যাচের কথা বলতে গেলে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আফ্রিকার শুরুটা খারাপ হয়েছিল এবং দলটি দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারিয়েছিল। তবে তৃতীয় উইকেটে কুইন্টন ডি’কক ও মার্করামের মধ্যে ২৯ বলে ৪৬ রানের জুটি গড়ে এবং দক্ষিণ আফ্রিকা লড়াই করার অক্সিজেন খুঁজে পায়। এরপরে মার্করামকে ক্লিন বোল্ড করেন অক্ষর প্যাটেল। ততক্ষণে এই প্রোটিয়া তারকা ১৯ বলে ৩৩ রান করেছিলেন।

এরপর ডেভিড মিলারের সঙ্গে ইনিংসের হাল ধরেন ডি’কক। এই দুজনের মধ্যে চতুর্থ উইকেটের পার্টনারশিপে সেঞ্চুরিও হয়। ডেভিড মিলার ৪৭ বলে অপরাজিত ১০৬ রান করেন। মিলার তাঁর ইনিংসে মারেন ৮টি চার ও ৭টি ছক্কা। ডি’কক ৪৮ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। ডি’কক এবং মিলার ম্যাচটিকে শেষ ওভারে নিয়ে গেলেও শেষ ওভারে আফ্রিকার প্রয়োজন ছিল ৩৭ রান এবং মিলার শেষ ওভারে অক্ষর প্যাটেলের বিরুদ্ধে দুটি ছক্কায় নিজেরসেঞ্চুরি কমপ্লিট করেছিলেন। এই ওভারের শেষ বলে ছক্কা হাঁকান ডি’কক। শেষ ওভারে ২০ রান করে দক্ষিণ আফ্রিকা, ফলে ১৬ রানে হারতে হয় প্রোটিয়াদের।

আরও পড়ুন… IND vs SA ODI: অধিনায়ক ধাওয়ান, প্রথমবার স্কোয়াডে ডাক পেলেন রজত ও বাংলার মুকেশ

তবে এর আগে,দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে কেএল রাহুল এবং সূর্যকুমারের অর্ধশতকের সুবাদে ভারত ২০ ওভারে ২৩৭ রান করে। টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় দলের ওপেনাররা দারুণ শুরু করেছিলেন। রোহিত ও রাহুল প্রথম উইকেটে ৫৯ বলে ৯৬ রানের জুটি গড়েন। ৩৭ বলে ৪৩ রান করে আউট হন রোহিত। একই সময়ে,কেএল রাহুল ২৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৫টি চার ও চারটি ছক্কা মারেন রাহুল।

রোহিত ও রাহুল আউট হওয়ার পর কোহলির সঙ্গে দ্রুত ইনিংস খেলেন সূর্যকুমার। ১৮ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। ২২ বলে ৬১ রান করে রানআউট হন সূর্য। তাঁর ইনিংসে তিনি মারেন ৫টি চার ও ৫টি ছক্কা। ২৮ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। কোহলি ও সূর্যকুমার তৃতীয় উইকেটে ৪২ বলে ১০২ রানের জুটি গড়েন। শেষ ৭ বলে ১৭ রান করেন দীনেশ কার্তিক। চতুর্থ উইকেটে ১১ বলে ২৮ রান যোগ করেন কার্তিক ও কোহলি।

 

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে জনজোয়ার মুম্বইতে, বাতিল সব অনুষ্ঠান, আসবেন শাহও ১৫ নভেম্বর থেকে মার্গী হবেন শনি, সুযোগ হবে হাতছাড়া, ৩ রাশিকে থাকতে হবে সতর্ক সুজনের ‘মৃতার ডায়েরি’দেখে ছবি আঁকলেন সমীর আইচ, বিক্রির টাকা গেল অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.