বাংলা নিউজ > ময়দান > অভিষেকের পর প্রথম ৬টি ODI-এর প্রতিটি ম্যাচেই ৩০-এর বেশি রান করে নয়া নজির সূর্যকুমারের

অভিষেকের পর প্রথম ৬টি ODI-এর প্রতিটি ম্যাচেই ৩০-এর বেশি রান করে নয়া নজির সূর্যকুমারের

সূর্যকুমার যাদবের নজির।

সূর্যকুমারই প্রথম প্লেয়ার, যিনি অভিষেকের পর থেকে টানা ৬টি ওডিআই-এর প্রতিটি ম্যাচে ৩০ বা তার বেশি রান করেছেন। শ্রীালঙ্কার বিরুদ্ধে তিনটি ওডিআই-এ সূর্যের সংগ্রহ যথাক্রমে ৩১, ৫৩, ৪০। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি করেছিলেন ৩৯। আর উইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই-এ সূর্য করেছিলেন ৩৪ রান। আর বুধবার করেন ৬৪।

২০২১ সালের ১৮ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জার্সিতে ওডিআই-এ অভিষেক হয়েছিল সূর্যকুমার যাদবের। তার পর থেকে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওডিআই ধরলে দেশের জার্সিতে মোট ৬টি একদিনের ম্যাচ খেলেছেন সূ্র্যকুমার যাদব। আর প্রতিটি ওডিআই ম্যাচেই তিনি করে ফেলেছেন ৩০-এর বেশি রান। আর সেই সঙ্গেই নয়া নজির গড়ে ফেলেছেন সূর্য।

সূর্যকুমারই প্রথম প্লেয়ার, যিনি অভিষেকের পর থেকে টানা ছ'টি ওডিআই-এর প্রতিটি ম্যাচেই ৩০ বা তার বেশি রান করেছেন। শ্রীালঙ্কার বিরুদ্ধে তিনটি ওডিআই-এ সূর্যকুমারের সংগ্রহ ছিল যথাক্রমে ৩১, ৫৩, ৪০। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি করেছিলেন ৩৯ রান। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই-এ সূর্যকুমার করেছিলেন ৩৪ রান। আর বুধবার দ্বিতীয় ওডিআই-এ করেন ৬৪ রান।

এ দিন ৩৮.৫ ওভারে ফ্যাবিয়ান অ্যালেনের বলে আলজারি জোসেফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় সূর্যকুমার যাদবকে। ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করলেও, এ দিন আরও বড় রানের ইনিংস করতে পারলেন না তিনি। ৫টি বাউন্ডারির সাহায্যে ৮৩ বলে ৬৪ রান করে আউট হন সূর্য। আর প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত করেছে ২৩৭ রান। সূর্যকুমার যাদবই এ দিন ভারতের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন।

বন্ধ করুন