ফের 'SKY' ছুঁলেন সূর্যকুমার যাদব। ২০২২ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব। যে বছরে পুরোপুরি সূর্যের আলোয় আলোকিত হয়েছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ২০২২ সালে সাফল্যের শিখরে (ভারতীয় সমর্থকরা অবশ্য আশা করবেন, আরও শিখর এখনও পুরো আসেনি) পৌঁছান সূর্যকুমার। ২০২২ সালে ৩১ ম্যাচে ১,১৬৪ রান করেছিলেন। গড় ছিল ৪৬.৫৬। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। শুধু তাই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই ক্যালেন্ডার বর্ষে ১,০০০-র বেশি রান করার নজির গড়েন।
তবে সূর্য যে শুধু রান করেছিলেন, সেটাই নয়। যেভাবে রানটা করেছিলেন, সেটা চমকপ্রদ ছিল। ২০২২ সালে এমন সব শট খেলেছিলেন সূর্য, যা সম্ভবত আগে কেউ ভাবতে পারতেন না। সূর্যের অবিশ্বাস্য সব শট দেখে হতবাক হয়ে যান ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ভক্তরা। কীভাবে কেউ ওরকম শট খেলতে পারেন, তার কোনও ব্যাখ্যা খুঁজে পাননি তাঁরা।
এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ছক্কার নজির সূর্যের
২০২২ সালে ৬৮ টি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের চার নম্বর ব্যাটার সূর্য। যা টি-টোয়েন্টির ইতিহাসে সর্বাধিক। সেইসঙ্গে ২০২২ সালে দুটি শতরান এবং ন'টি অর্ধশতরান করেছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্য
২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। মোট ২৩৯ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮। গড় ছিল ৫৯.৭৫। সম্ভবত সেরা ইনিংসটা খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বাকি ব্যাটাররা যখন দাঁড়াতে পারছিলেন না, পার্থে প্রোটিয়া পেসারদের সামনে কাঁপছিলেন, তখন ৪০ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সূর্য।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)