সম্প্রতি আইসিসির টি-টোয়েন্টি ফর্ম্যাটে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর খেলার পদ্ধতি বারংবার প্রশংসিত হয়েছে। এবার প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। প্রশংসা করে তিনি বলেছেন, নতুনত্ব ও দক্ষতার দিক থেকে সূর্যকুমার অসাধারণ ক্রিকেটার।
গত এক বছর ধরে জাতীয় দলের হয়ে নিয়মিত টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন সূর্য। তাঁর অসাধারণ পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের সহ অধিনায়কত্বও পেয়েছেন। আইসিসির এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে পন্টিং সূর্যর সম্পর্কে বলেন, 'আমি মনে করি বুদ্ধিমত্তার দিক থেকে, দক্ষতার দিক থেকে, টি-টোয়েন্টি ফরম্যাটে ওর চেয়ে ভাল ক্রিকেটার আমি দেখিনি। অনেকেই সূর্যের মতো খেলার চেষ্টা করবে। সূর্য যেটা করে দেখিয়েছে সেটা অন্যরা করার চেষ্টা করবে। সারা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আলাদা একটা পর্যায় তৈরি হবে।'
আইপিএলেও সূর্যকুমারের খেলার প্রভাব পড়বে বলে তিনি মনে করেন। পন্টিং জানিয়েছেন, 'কেউ একজন বলেছেন এই বছরের আইপিএল চলাকালীন এমন কিছু ছেলেরা আসবে যারা সূর্যের মতো চেষ্টা করবে। এটা ঠিক যে তারা একই কাজ করবে। খেলার জন্য এটা দুর্দান্ত হতে চলেছে।'
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের ৩৬০ ডিগ্রী খেলা শটের প্রশংসা করে বলেছেন, 'যাদব এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে সবার থেকে ভালো পারফর্ম করছে। উইকেটরক্ষকের মাথার উপর থেকে মারা, ফাইন লেগের উপর থেকে বল মারা অসাধারণ।'
অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অধিনায়ক মনে করছেন, সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন নতুন শট খেলছে। তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডিভিলিয়ার্স ও অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে যাদবকে এক আসনে বসান। তিনি মনে করেন ডিভিলিয়ার্স ও গিলক্রিস্ট নতুন শর্ট খেলতেন, যাদবও এখন তাই করছে।
অজি কিংবদন্তি আরও বলেন, 'আমি পাঁচ-ছয় বছর আগে সূর্যকে দেখেছি কত সহজেই বল মেরে মাঠের বাইরে বের করে দিচ্ছে। এখন সেই খেলাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে ও। আশা করছি আগামী দিনে আরও ভালো শট দেখতে পারব আমরা।'