সুইডেনের কাছে ডেভিস কাপের ম্যাচে ০-৪ ফলে হেরে গেল ভারতীয় টেনিস দল। ভারতের টেনিস দল সুইডিশদের বিপক্ষে মুখোমুখি হয়েছিল। কিন্তু এতদিনের খারাপ পারফরমেন্স এবারেও বদলালো না। এর আগে যেমন হেরেছিল, তেমন এবারও সুইডেনের বিরুদ্ধে হারের ট্র্যাক রেকর্ডই বজায় রাখল ভারতীয় ডেভিস কাপের দল। লিয়েন্ডার পেজ, মহেশ ভুপতিদের ভারত যে তাঁদের অনুপস্থিতিতে আর আগের মতো নেই, সেটাই আরও একবার প্রমাণ হয়ে গেল সুইডেনের কাছে এই ধরাশায়ী হারে। মাস্ট উইন ম্যাচে ভারতের ডবলস জুটিকে জিততেই হত। কিন্তু বালাজি-রামনাথন জুটি হেরে যেতেই ভারতের ডেভিস কাপের টাইতে হার নিশ্চিত হয়ে যায়। এখন ভারতকে তাকিয়া থাকতে হবে আগামী বছরের ওয়ার্ল্ড গ্রুপের প্লে অফ টাইয়ের দিকে।
মাস্ট উইন ম্যাচে সুইডেনের আন্দ্রে গোরানসন-ফিলিপ বারগেভি জুটির বিরুদ্ধে হেরে যায় ভারতের শ্রীরাম বালাজি-রামকুমার রামনাথন জুটি। খেলার ফল ৬-৩, ৬-৪। অর্থাৎ স্ট্রেট সেটেই ভারতের এই জুটি পরাজয় স্বীকার করে। ৪-২ পয়েন্টে প্রথম সেটে এগিয়ে যাওয়ার পর আর পিছনে তাকাতে হয়নি সুইডেনের জুটিকে। দ্বিতীয় সেটে ৩-৩ ফলে এক সময় খেলা ছিল, তখন মনে করা হয়েছিল ভারত খেলায় ফিরতে পারত। কিন্তু এরপর টানা পয়েন্ট তুলে নিয়ে ভারতকে হারিয়ে দেল সুইডিশ জুটি। মাত্র ১ ঘন্টা ১৯ মিনিট চলে এই ম্যাচ।
আরও পড়ুন-মহমেডান নয়, মোহনবাগানে এলেন নুনো রেইস! রোনাল্ডোর দেশের ফুটবলার বাগানের সপ্তম বিদেশি…
ভারতের ডবলস জুটি ডেভিস কাপের ম্যাচে হারের পরই নিশ্চিত হয়ে যায়, সুইডেনই এই টাইতে জিতছে। এরপর রামকুমার রামনাথন নিজেকে সিঙ্গলসের ম্যাচ থেকে সরিয়ে নেন। ফলে একবার পরীক্ষামুলকভাবেই ভারতের অধিনায়ক রোহিত রাজপাল সিঙ্গলসে পাঠান সিদ্ধার্থ বিশ্বকর্মাকে। যদিও সিদ্ধার্থ তেমন কিছু করে দেখাতে পারেননি। তিনিও হার স্বীকার করেন।
সুইডেনের এলিয়াসের বিপক্ষে তেমন লড়াই দিতেই পারেননি সিদ্ধার্থ বিশ্বকর্মা। দুই সেটের লড়াইয়ে তিনি হারেন ২-৬, ২-৬ ফলে। ভারতের দুই টেনিস তারকা সুমিত নাগাল এবং য়ুকি ভাম্বড়ি এবারের ডেভিস কাপে অংশগ্রহণ করেননি। ফলে অপেক্ষাকৃত তরুণ এবং অনভিজ্ঞ দলই গেছিল সুইডিশদের হারানোর কাজে। কিন্তু সেখানে তাঁরা হেরেই কোর্ট ছাড়লেন। এই নিয়ে ডেভিস কাপের ইতিহাসে ৬বারের সাক্ষাৎে ৬বারই জিতল সুইডেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।