বাংলা নিউজ > ময়দান > বিরাট বাহিনীর অস্ট্রেলিয়া সফর নিয়ে কাটল জট, সিডনি-ক্যানবেরায় হবে ODI ও T20 সিরিজ

বিরাট বাহিনীর অস্ট্রেলিয়া সফর নিয়ে কাটল জট, সিডনি-ক্যানবেরায় হবে ODI ও T20 সিরিজ

অ্যারন ফিঞ্চ ও বিরাট কোহলি (ফাইল ছবি)

কাটল জট। নিউ সাউথ ওয়েলস প্রশাসনের সঙ্গে চুক্তি স্বাক্ষর ক্রিকেট অস্ট্রেলিয়ার। কোয়ারেন্টাইনে থাকাকালীন মাঠে নেমে প্রশিক্ষণ করতে পারবে টিম ইন্ডিয়া। 

সিডনি ও ক্যানবেরা দিয়েই আগামী মাসে শুরু হবে ভারতীয় ক্রিকেট দলের দীর্ঘ অস্ট্রেলিয়া সফর। এই নিয়ে আজ একটি যৌথ চুক্তি স্বাক্ষর করল ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) এবং নিউ সাউথ ওয়েলস (NSW) প্রশাসন। ভারতীয় টিম এবং আইপিএল থেকে ফিরে আসা অজি ক্রিকেটাররা সিডনিতে কোয়ারেন্টাইনে থাকবেন এবং তাঁদের নিকটবর্তী ট্রেনিং শিবিরে প্রশিক্ষণের অনুমতি দেওয়া হবে। এই চুক্তির জেরে ভারতের অস্ট্রেলিয়া সফর ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা অনেকখানি কাটল। 

কোয়ারেন্টাইন প্রোটোকল ঘিরে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল, তবে বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলস সরকারের অনুমোদন এসে যাওয়ার আর কোনও সমস্যা রইল না- যদিও এই চুক্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের স্বাক্ষরও প্রয়োজন। আগামী মাসের ২৭ তারিখ শুরু হচ্ছে বিরাট বাহিনীর অস্ট্রেলিয়া সফর। এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম একদিবসীয় ম্যাচ খেলবে দুই দল। হাই ভোল্টেজ বর্ডার-গাভাস্কর ট্রফি শুরু আগে মোট তিনটি একদিনের ম্যাচ (ODI) ও তিনটি টি-টোয়েন্টি (T-20) ম্যাচ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেই করোনা পরবর্তীতে আন্তর্জাতিক ক্ষেত্রে ২২ গজে ফিরতে চলেছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচ হবে সিডনিতে ২৯ নভেম্বর, তৃতীয় ম্যাচ খেলতে দুই দল পৌঁছাবে ক্যানবেরা। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ১ তারিখ। সেখানেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ৪ ডিসেম্বর, এরপর সিডনিতে ফিরে ৬ ও ৮ তারিখ বাকি দুটি ম্যাচ খেলবেন অ্যারন ফিঞ্চ-রোহিত শর্মারা। 

অন্যদিকে স্মিথবাহিনীর বিরুদ্ধে ১৭ ডিসেম্বর থেকে ভারতের পিঙ্ক বল টেস্ট সিরিজ শুরু হবে অ্যাডিলেড ওভালে। করোনার পরিস্থিতির জেরে এমসিজিতে বক্সিং ডে টেস্ট (২৬-৩০ ডিসেম্বর) সম্ভবপর না হলে এখানেই হবে সেই টেস্ট। তৃতীয় ও চতুর্থ টেস্ট যথাক্রমে অনুষ্ঠিত হবে সিডনি (৭-১১ জানুয়ারি) ও বিসব্রেনে (১৫-১৯ জানুয়ারি)।

এর আগে কুইন্সল্যান্ডের রাজ্য সরকারের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া বারবার বৈঠকে বসলেও কোনওরকম সদার্থক ফল বেরিয়ে আসেনি ভারতীয় ক্রিকেটার ও আইপিএল ফেরত অজি ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের নিয়মাবলি নিয়ে। কোয়ারেন্টাইনে থাকাকালীন বিসব্রেন হোটেল থেকে বেরিয়ে অ্যালান বর্ডার ফিল্ডে পৌঁছে ট্রেনিং করার বিষয়ে বেঁকে বসেছিল কুইন্সল্যান্ডের হেলথ ডিপার্টমেন্ট। এরপর নিউ সাউথ ওয়েলস সরকারের সঙ্গে বৈঠকে বসে দ্রুত বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছায় ক্রিকেট অস্ট্রেলিয়া। 

করোনা আবহেই দুবাই থেকে সোজা অস্ট্রেলিয়া উড়ে যাবেন ভারতীয় ক্রিকেটাররা। সিরিজে করোনার কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে বোর্ডের তরফে। সংক্রমণের কথা মাথায় রেখে শুধুমাত্র ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ায়। স্ত্রী, বান্ধবী বা পরিবারের কাউকে সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

পুরো সিরিজ যেহেতু দীর্ঘ হতে চলেছে, সে কথা মাথায় রেখে ৩২ জন ক্রিকেটারের দল পাঠাতে পারে বিসিসিআই। সাপোর্ট স্টাফ মিলিয়ে ৫০ জন অস্ট্রেলিয়া যাবেন বলে বিসিসিআইয়ের সূত্রে খবর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রবল তাপপ্রবাহ চলবে বাংলায়! সোম থেকে বৃষ্টি নামবে, কবে কোন কোন জেলায় ঝড় উঠবে? ফিলিপিন্সে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি ১৮ মাসের মেয়েকে খুন করে কবর দিলেন বাবা-মা! তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন, বড় শাস্তি! পাঠানো হল হেডকোয়ার্টারে বিশ্বের ষষ্ঠ মহাসাগর তৈরি হতে পারে! স্থান খুঁজে পেয়ে দাবি বিজ্ঞানীদের এক গ্রাসে ৩৩ সূর্যকে গিলে খাবে! মহাকাশে বিরাট ব্ল্যাক হোল! জানেন এর নাম কি? Akshay Tritiya 2024 date time: অক্ষয় তৃতীয়া কবে পড়ছে? রইল তারিখ, তিথি এক লিটার পেট্রোলের দাম ২৯৩.৯৪ টাকা, চাপে পাকিস্তানের মানুষ কংগ্রেসের প্রচারে অবিকল শাহরুখের মতো দেখতে ইনি কে? চটল BJP

Latest IPL News

লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.