গ্রুপ পর্বের খেলা শেষ। ৫টি এলিট গ্রুপ ও প্লেট গ্রুপ থেকে মোট ৮টি দল সৈয়দ মুস্তার আলি টি-২০ ট্রফির কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে। ছ'টি শহরের বায়ো-বাবলে অনুষ্ঠিত হয়েছে গ্রুপের ম্যাচগুলি। নক-আউট পর্বের খেলাগুলি অনুষ্ঠিত হবে আমদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে।
টুর্নামেন্টের নট-আউট পর্বের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। ২৬ ও ২৭ জানুয়ারি খেলা হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলি। ২৯ জানুয়ারি খেলা হবে দু'টি সেমিফাইনাল। খেতাবি লড়াই অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচগুলি হবে ডাবল হেডার। প্রথম ম্যাচ খেলা হবে দুপুর ১২টা থেকে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।
সৈয়দ মুস্তাক আলি টি-২০'র নক-আউটের সূচি:
২৬ জানুয়ারি (মঙ্গলবার):-
কোয়ার্টার ফাইনাল-১: কর্নাটক বনাম পঞ্জাব (দুপুর ১২টা)।
কোয়ার্টার ফাইনাল-২: তামিলনাড়ু বনাম হিমাচলপ্রদেশ (সন্ধ্যা ৭টা)।
২৭ জানুয়ারি (বুধবার):-
কোয়ার্টার ফাইনাল-৩: হরিয়ানা বনাম বরোদা (দুপুর ১২টা)।
কোয়ার্টার ফাইনাল-৪: বিহার বনাম রাজস্থান (সন্ধ্যা ৭টা)।
২৯ জানুয়ারি (শুত্রবার):-
প্রথম সেমিফাইনাল: দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী (দুপুর ১২টা)।
দ্বিতীয় সেমিফাইনাল: প্রথম ও তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী (সন্ধ্যা ৭টা)।
৩১ জানুয়ারি (রবিবার):-
ফাইনাল: প্রথম ও দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী (সন্ধ্যা ৭টা)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।