
Syed Mushtaq Ali Trophy 2021: অব্যাহত আইপিলের দুরন্ত ফর্ম, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫ উইকেট মুম্বই তারকার
১ মিনিটে পড়ুন . Updated: 14 Jan 2021, 10:08 PM IST- কার্যত একা হাতে দলকে জেতালেন।
শুভব্রত মুখার্জি
তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে কয়েকটি মরশুমে বল হাতে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। সেই ফর্ম বজায় রেখে ২০২১ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তার রাজ্যের হয়ে অসাধারণ পারফরম্যান্স করলেন রাহুল চাহার। হ্যাটট্রিক-সহ পাঁচটি উইকেট তুলে নেন তিনি। মূলত তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করেই মধ্যপ্রদেশকে হারাল রাজস্থান।
ইতিমধ্যেই সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ম্যাচগুলি জমে উঠেছে। বুধবার একটি রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানের কাছে ১০ রানে হারল মধ্যপ্রদেশ। টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় মধ্যপ্রদেশ। ব্যাট হাতে অবশ্য সেভাবে ভালো পারফরম্যান্স করতে পারেননি রাজস্থানের ব্যাটসম্যানরা। ফলে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪৮ রান তুলতে সমর্থ হয় রাজস্থান। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেন মাহিপাল লোমরর। ২৭ বলে ৫১ রান করেন তিনি। মধ্যপ্রদেশের হয়ে আবেশ খান ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।
রান তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ যথেষ্ট ভালো শুরু করে। কিন্তু তারপর চাহারের স্পিনের ভেলকিতে তাদের ব্যাটিং লাইন আপে ধস নামে। ৯.৩ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ছ'উইকেটে ৫১ রান। এরপর পার্থ সাহানি এবং অঙ্কিত শর্মার ৫১ রানের জুটিতে লড়াইয়ে ফেরে মধ্যপ্রদেশ। সাহানি ৪৫ বলে ৭৪ রান করলেও ম্যাচ জেতাতে পারেননি দলকে। চাহার ১৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে রাজস্থানের ১০ রানে ম্যাচ জয় সুনিশ্চিত করেন।