বাংলা নিউজ > ময়দান > Syed Mushtaq Ali Trophy 2022: সৈয়দ মুস্তাকে ‘টেস্ট’ খেললেন রাহানে-শেলডন! শ্রেয়স-দুবের সুবাদে সেমিতে মুম্বই

Syed Mushtaq Ali Trophy 2022: সৈয়দ মুস্তাকে ‘টেস্ট’ খেললেন রাহানে-শেলডন! শ্রেয়স-দুবের সুবাদে সেমিতে মুম্বই

সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে উঠল মুম্বই। (ছবি সৌজন্যে, টুইটার @BCCIdomestic)

Syed Mushtaq Ali Trophy 2022: শ্রেয়স আইয়ারের ৪০ রান এবং শিবম দুবের অপরাজিত ২৫ রানের সৌজন্যে দুই উইকেটে জিতে গিয়েছেন অজিঙ্কা রাহানেরা। সৌরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে উঠল মুম্বই।

সৌরাষ্ট্রকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে উঠল মুম্বই। শ্রেয়স আইয়ারের ৪০ রান এবং শিবম দুবের অপরাজিত ২৫ রানের সৌজন্যে দুই উইকেটে জিতে গিয়েছেন অজিঙ্কা রাহানেরা। তবে নিজে ব্যর্থ হয়েছেন রাহানে। দাগ কাটতে ব্যর্থ হয়েছেন পৃথ্বী শ, যশস্বী জসওয়াল, শেলডন জ্যাকসনের মতো দুই দলের একাধিক তারকা। 

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট। শুরুটা খুব খারাপ হয়নি সৌরাষ্ট্রের। ৪.৪ ওভারে যখন সৌরাষ্ট্রের প্রথম উইকেট পড়ে, ততক্ষণে স্কোরবোর্ডে উঠেছিল ৩৬ রান। কিন্তু তারপর রানের গতি কমতে থাকে। চার নম্বরে পুরোপুরি টেস্টের মতো ব্যাটিং করেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা শেলডন। ৩৭ বলে ৩১ রান করেন।

ঢিমেগতির ব্যাটিংয়ের মধ্যেই ঝড় তোলেন প্রেরক মানকড়। ২৫ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সাতটি চার এবং তিনটি ছক্কা হাঁকান। সেই ইনিংসের সুবাদেই নির্দিষ্ট ২০ ওভারে আট উইকেটে ১৬৬ রান তোলে সৌরাষ্ট্র। মুম্বইয়ের হয়ে তিনটি উইকেট নেন তুষার দেশপান্ডে। চার ওভারে ৩৭ রান দেন। চার ওভারে ৫৪ রান দেন শিবম। মোহিত আওয়াস্তি চার ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নেন। চার ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট নেন আমন খান।

আরও পড়ুন: Syed Mushtaq Ali Trophy: শেষ বলে স্বপ্নভঙ্গ, হিমাচলের কাছে হেরে মুস্তাক আলির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলার

সেই রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বই। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ছন্দে থাকা পৃথ্বী। চেতন সাকারিয়ার বোলিংয়ের সামনে একেবারেই ছন্দ পায়নি মুম্বই। ১০ বলে ১৩ রানে আউট হয়ে যান যশস্বী। রাহানেও ঢিমেতালে খেলতে থাকেন। শেষপর্যন্ত মুম্বইয়ের ইনিংসে কিছুটা গতি আনেন শ্রেয়স আইয়ার এবং সাইরাজ পাটিল। ৩০ বলে ৪০ রান করেন শ্রেয়স। ২৬ বলে সাইরাজের অবদান ছিল ৩১ রান। শেষপর্যন্ত আমনের ছয় বলে ১৪ রান, শিবম দুবের ১৩ বলে অপরাজিত ২৫ রানের সৌজন্যে দু'উইকেটে জিতে যায় মুম্বই।

আরও পড়ুন: Prithvi, Nitish, Umesh Flopped: ভারতীয় দলে ডাক না পেয়ে 'হতাশাগ্রস্ত' পোস্ট, পরদিনই ফ্লপ 'বঞ্চিত' পৃথ্বী, নীতীশরা

তবে শেষের দিকে কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন রাহানেরা। শেষ ওভারে পাঁচ রান বাকি থাকা অবস্থায় দু'রান নিতে গিয়ে আউট হয়ে যান তনুশ কোটিয়ান। শেষপর্যন্ত তিন বল বাকি থাকতেই জিতে যায় মুম্বই। তবে মুম্বইয়ের কাজটা কঠিন করে তোলেন সাকারিয়া। চার ওভারে ৩৩ রান দিয়ে চার উইকেট নেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন