বাংলা নিউজ > ময়দান > হ্যাটট্রিক-সহ চার বলে চার উইকেট নিয়ে মালিঙ্গাদের রেকর্ড ছুঁলেন দর্শন, দেখুন ভিডিও

হ্যাটট্রিক-সহ চার বলে চার উইকেট নিয়ে মালিঙ্গাদের রেকর্ড ছুঁলেন দর্শন, দেখুন ভিডিও

দর্শন নালকাণ্ডে। ছবি- পঞ্জাব কিংস।

মুস্তাক আলি ট্রফিতে অভিমন্যু মিঠুনের অনবদ্য নজিরে ভাগ বসালেন বিদর্ভের পেসার।

লসিথ মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক-সহ পরপর চার বলে চারটি উইকেট নিয়েছেন বেশ কিছুদিন আগেই। গত টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের ক্যাম্পহার নেদারল্যান্ডসের বিরুদ্ধে একই কাণ্ড ঘটান। এবার ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে এক ভারতীয় ক্রিকেটার হ্যাটট্রিক-সহ চার বলে চারটি উইকেট দখলের কৃতিত্ব অর্জন করেন।

কর্নাটকের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে ইনিংসের শেষ ওভারে বল করতে নেমে পরপর চার বলে চারটি উইকেট নেন বিদর্ভের দর্শন নালকাণ্ডে। ওভারের দ্বিতীয় বলে তিনি আউট করেন অনিরুদ্ধ যোশিকে। তৃতীয় বল দর্শন ফিরিয়ে দেন বিআর শরৎকে। চতুর্থ বলে জগদীশ সূচিতকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন দর্শন। পঞ্চম বলে তিনি তুলে নেন অভিনব মনোহরের উইকেট।

যদিও ঘরোয়া টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় বোলারের পরপর চার বলে চার উইকেট নেওয়ার নজির এই প্রথম নয়। এর আগে কর্নাটকের অভিমন্যু মিঠুন এমন নজির গড়েছেন। তিনি ২০১৯ সালে মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে হরিয়ানার বিরুদ্ধে ইনিংসের শেষ ওভারে পরপর চার বলে চারটি উইকেট নিয়েছিলেন। দর্শন শেষ পর্যন্ত ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।

দর্শনের চার বলে চার উইকেট নেওয়ার ভিডিও দেখতে ক্লিক করুন:- https://www.bcci.tv/videos/156354/4-balls-4-wickets-darshan-nalkande-s-sensational-bowling-show-against-karnataka

উল্লেখযোগ্য বিষয় হল, সৈয়দ মুস্তাক আলি ট্রফির একই মরশুমে একাধিক হ্যাটট্রিকের নজির বিদর্ভ ছাড়া আর কোনও দলের ক্রিকেটারদের নেই। চলতি মরশুমে সিকিমের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে হ্যাটট্রিক করেন বিদর্ভের অক্ষয় কারনেওয়ার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন