বাংলা নিউজ > ময়দান > Syed Mushtaq Ali Trophy: বোলারকে নয়, বল দেখে চালাও, মুস্তাক আলি অভিযান শুরুর আগে বাংলার ক্রিকেটারদের তাতালেন কোচ লক্ষ্মী

Syed Mushtaq Ali Trophy: বোলারকে নয়, বল দেখে চালাও, মুস্তাক আলি অভিযান শুরুর আগে বাংলার ক্রিকেটারদের তাতালেন কোচ লক্ষ্মী

অভিমন্যু ঈশ্বরন ও লক্ষ্মীরতন শুক্লা। ছবি- সিএবি।

 মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ ঝাড়খণ্ড।

ক্রিকেটার হিসেবে বরাবর ডাকাবুকো ছিলেন লক্ষ্মীরতন শুক্লা। কোচ হিসেবেও একই মেজাজে ধরা দেবেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। নতুন মরশুমে নতুন কোচ লক্ষ্মীরতন শুক্লার অধীনে বাংলার ক্রিকেট দল অভিযান শুরু করছে মঙ্গলবার। ঝাড়খণ্ডের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে মাঠে নামার আগে লক্ষ্মী এক্কেবারে নিজস্ব ভঙ্গিতে উদ্দীপ্ত করলেন বাংলার ক্রিকেটারদের। বুঝিয়ে দিলেন, তাঁর কোচিংয়ে ভয়ডরহীন ডাকাবুকো ক্রিকেট উপহার দিতে চলেছে বাংলা।

মুস্তাক আলির প্রথম ম্যাচের আগে ক্রিকেটারদের, বিশেষ করে ব্যাটসম্যানদের কোচ লক্ষ্মীর পরামর্শ, বোলার নয়, বলের মোকাবিলা করতে হবে। এলআর বলেন, ‘আমাদের প্রাক মরশুম প্রস্তুতি ভালো হয়েছে। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে তৈরি। আমি চাই ওরা নির্মম ক্রিকেট খেলুক। আমি সব সময় খেলোয়াড়দের বলি, বোলারকে নয়, বল দেখে চালাও।’

আরও পড়ুন:- Syed Mushtaq Ali Trophy: মঙ্গলবার থেকে ভারতীয় ক্রিকেটে আসছে বৈপ্লবিক পরিবর্তন, জেনে নিন ইমপ্যাক্ট প্লেয়ারের নতুন নিয়ম

প্রথম ম্যাচের পিচ নিয়ে লক্ষ্মী বলেন, ‘পিচ দেখে ভালো মনে হয়েছে। সবার জন্যই কিছু না কিছু সাহায্য থাকবে।’ অর্থাৎ, স্পোর্টিং পিচের ইঙ্গিত দিলেন বাংলার কোচ।

বাংলার সম্ভাব্য কম্বিনেশন নিয়ে শুক্লা বলেন, ‘দু’জন পেসার থাকবে নিশ্চিত। স্পিনার ও অল-রাউন্ডার নিয়ে চূড়ান্ত কম্বিনেশন স্থির করা হবে মাঠে পৌঁছনোর পরে।'

আরও পড়ুন:- Syed Mushtaq Ali Trophy: গ্রুপে অভিমন্যুদের প্রতিপক্ষ কারা? বাংলার লিগ ম্যাচগুলির সূচি ও স্কোয়াডে চোখ রাখুন

প্রতিপক্ষ ঝাড়খণ্ডকে নিয়ে লক্ষ্মী বলেন, ‘আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি। ঝাড়খণ্ডও ব্যতিক্রম নয়। তবে প্রতিপক্ষ নয়, আমি সব সময় নিজেদের খেলোয়াড়দের প্রতিভায় আস্থা রাখি। সেটাই আমার দর্শন।’

উল্লেখ্য, মঙ্গলবার লখনউয়ে ঝাড়খণ্ডের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলা। এছাড়া এলিট-ই গ্রুপে বাংলাকে লড়াই চালাতে হবে চণ্ডীগড়, ছত্তিশগড়, ওড়িশা, সিকিম ও তামিলনাড়ুর বিরুদ্ধে।

বন্ধ করুন