
জায়গা হল না অর্জুন তেন্ডুলকরের, মুস্তাক আলিতে মুম্বইয়ের নেতৃত্বে সূর্যকুমার যাদব
১ মিনিটে পড়ুন . Updated: 27 Dec 2020, 10:54 AM IST- প্রস্তুতি টুর্নামেন্টের পারফর্ম্যান্স দিয়ে নির্বাচকদের প্রভাবিত করতে ব্যর্থ জুনিয়র তেন্ডুলকর।
প্রস্তুতি টুর্নামেন্টে নজর কাড়তে পারেননি অর্জুন তেন্ডুলকর। ফলে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির জন্য মুম্বই দলে জায়গা হল না সচিন পুত্রের।
টুর্নামেন্টের জন্য ২০ জনের যে স্কোয়াড ঘোষণা করেছেন মুম্বইয়ের নির্বাচকরা, তাতে নাম নেই অর্জুনের। জাতীয় টি-২০ ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
সৈয়দ মুস্তাক আলির জন্য মুম্বইয়ের ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন আদিত্য তারে। দলে রয়েছেন যশস্বী জসওয়াল, সরফরাজ খান, সিদ্ধেশ ল্যাড, শিবম দুবে, ধাওয়াল কুলকার্নির মতো তারকারা।
মুম্বই মুস্তাক আলির এলিট গ্রুপ-ই'তে রয়েছে। তারা গ্রুপ ম্যাচগুলি খেলবে ঘরের মাঠে। ই-গ্রুপের ম্যাচগুলি খেলা হবে মুম্বইয়ে। গ্রুপে সূর্যকুমারদের লড়াই হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কেরল ও পুদুচেরির বিরুদ্ধে। টুর্নামেন্টের নকআউট ম্যাচগুলি খেলা হবে আমদাবাদে।
মুম্বই স্কোয়াড: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), আদিত্য তারে (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, আকর্ষিত গোমেল, সরফরাজ খান, সিদ্ধেশ ল্যাড, শিবম দুবে, শুভম রঞ্জনে, সুজিত নায়েক, সাইরাজ পাতিল, তুষার দেশপান্ডে, ধাওয়াল কুলকার্নি, মিনাদ মঞ্জরেকর, প্রথমেশ ডাকে, অথর্ব আঙ্কোলেকর, শশাঙ্ক আতার্দে, শামস মুলানি, হার্দিক তামোরে, আকাশ পারকার ও সুফিয়ান শেখ।
মুস্তাক আলি টি-২০'র গ্রুপ বিভাগ:-
এলিট-এ গ্রুপ: জম্মু-কাশ্মীর, কর্নাটক, পঞ্জাব, উত্তরপ্রদেশ, রেলওয়েজ ও ত্রিপুরা।
এলিট-বি গ্রুপ: বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অসম ও হায়দরাবাদ।
এলিট-সি গ্রুপ: গুজরাত, মহারাষ্ট্র, ছত্তিশগড়, হিমাচলপ্রদেশ, বরোদা ও উত্তরাখণ্ড।
এলিট-ডি গ্রুপ: সার্ভিসেস, সৌরাষ্ট্র, বিদর্ভ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও গোয়া।
এলিট-ই গ্রুপ: হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, মুম্বই, কেরল ও পুদুচেরি।
প্লেট গ্রুপ: চণ্ডীগড়, মেঘালয়, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সিকিম ও অরুণাচলপ্রদেশ।