বাংলা নিউজ > ময়দান > অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি সুদীপের, দাপুটে জয়ে মুস্তাক আলি অভিযান শুরু বাংলার

অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি সুদীপের, দাপুটে জয়ে মুস্তাক আলি অভিযান শুরু বাংলার

সুদীপ চট্টোপাধ্যায়। ফাইল ছবি- পিটিআই।

দুরন্ত বোলিং মুকেশ-শাহবাজদের।

বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে দুরন্ত ছন্দে ছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। শুধু ফাইনালের নয়, বরং টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। সেই ফর্ম সুদীপ ধরে রাখলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও। জাতীয় টি-২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সুদীপ অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করে জয় এনে দিলেন বাংলাকে।

যদিও এক্ষেত্রে বোলারদের ভূমিকাও অস্বীকার করা যায় না। ছত্তিশগড়কে অল্প রানে বেঁধে রেখে বোলাররাই বাংলার জয়ের পথ চওড়া করেন। ব্যাট হাতে ফিনিশিং টাচ দেন সুদীপ।

গুয়াহাটিতে টস জিতে ছত্তিশগড়কে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলা। নির্ধারিত ২০ ওভারে ছত্তিশগড় ৭ উইকেটের বিনিময়ে ১১৮ রান তোলে। অখিল হারওয়াদকর ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬০ বলে ৭৩ রান করেন। অজয় মণ্ডল করেন ২৫ রান।

মুকেশ কুমার ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন ঋত্ত্বিক, আকাশ দীপ, শাহবাজ আহমেদ ও করণ লাল। শাহবাজ ৩ ওভারে মাত্র ৬ রান খরচ করেন। করণ ৪ ওভারে খরচ করেন ১৪ রান। ইশান পোড়েল ২ ওভার বল করে ১৪ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি।

পালটা ব্যাট করতে নেমে বাংলা ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৯ রান তুলে নেয়। ১৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় বাংলা। সুদীপ ৫১ রান করে অপরাজিত থাকেন। ৪৬ বলের ইনিংসে তিনি ৫টি বাউন্ডারি মারেন। ঋদ্ধিমান সাহা ৪টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৪ রান করে আউট হন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.