সৈয়দ মুস্তাক আলি ট্রফির চতুর্থ ম্যাচে মাঠে নেমে দ্বিতীয়বার হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে গেলেন যশ ধুল। যুব বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের দুর্দান্ত ইনিংসের সুবাদেই দিল্লি লড়াকু জয় তুলে নেয় পুদুচেরির বিরুদ্ধে।
জয়পুরে এলিট-বি গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পুদুচেরি। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করে। ইনিংসের ওপেন করতে নেমে শূন্য রানে আউট হন পুদুচেরির ক্যাপ্টেন দামোদরন রোহিত। ৬ রান করে সাজঘরে ফেরেন অপর ওপেনার রামচন্দ্রন রঘুপতি।
দলের হয়ে সব থেকে বেশি ৪৩ রান করেন পরমেশ্বরন শিবরমন। ৩৩ রান করেন মোহিত মিত্তান। ৩৯ রান করে অপরাজিত থাকেন মারিমুথু। ৩ রান করে আউট হন অরুণ কার্তিক।
আরও পড়ুন:- ফুটবল থেকে দাবা, হকি থেকে টেনিস, এই ছয় ক্রিকেটার অন্য খেলাতেও ছিলেন সমান দক্ষ
দিল্লির নভদীপ সাইনি ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ৩ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট নেন নীতিশ রানা। ইশান্ত শর্মা ৪ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
আরও পড়ুন:- T20 World Cup 2022: তিনটি নয়, রোহিতের জার্সিতে একটি স্টার কেন? জানা গেল আসল কারণ
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ১৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৯ রান সংগ্রহ করে নেয়। যশ ধুল ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট-আউট থাকেন। তিনি ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৭টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৩৫ বলে। শেষমেশ ৪৬ বলের আগ্রাসী ইনিংসে যশ ১০টি চার মারেন। এছাড়া নীতিশ রানা ৩৬, আয়ুষ বাদোনি ৩২, হিতেন দালাল ২৩ ও হিম্মত সিং ৫ রান করেন।
পুদুচেরির হয়ে ১টি করে উইকেট নেন অঙ্কিত শর্মা, রোহন সুরেশ ও ভরত শর্মা। ৪ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে দিল্লি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।