ইতালিতে জয়জয়কার বাংলার। জোড়া পদক জিতল সিন্ড্রেলা দাস। ইতালির লিগনানোরে অনুষ্ঠিত ডব্লুটিটি ইয়ুথ কনটেন্ডারের মঞ্চে এই কৃতিত্ব অর্জন করে সে। সামনেই সুইডেনে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে নামতে চলেছে সিন্ড্রেলা। তার আগে এই জোড়া পদক জয় অবশ্যই বড় পাওনা তার কাছে। আগেই অনূর্ধ্ব ১৭ সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জয় করেছিল সিন্ড্রেলা, ভারতীয় সময় শনিবার রাতে সে এই প্রতিযোগিতার অনূর্ধ্ব ১৫ মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়। সুইডেনের প্রতিযোগিতাকে সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে অস্ট্রেয়িয়ায় টেবিল টেনিস লিগে অংশ নিয়েছিল সে। সেখান থেকেই ইতালির ডব্লুটিটি ইয়ুথ কনটেন্ডারের মঞ্চে যায় সিন্ড্রেলা। প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৫ পর্যায়ের দ্বিতীয় বাছাই ছিল সে।
প্রথম থেকেই প্রতিযোগিতায় নজর কাড়ে সে। অনূর্ধ্ব ১৫ পর্যায়ের প্রথম রাউন্ডে জার্মানির লটা রুথফাসকে ৩-১ ব্যবধানে হারায় সিন্ড্রেলা। পরের ধাপে অ্যান্টিগার স্তুতি কাশ্যপকে ৩-০ ব্যবধানে হারায় সে। এরপর রোমানিয়ার প্যাট্রিসিয়া স্টোইকাকে একই ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় সিন্ড্রেলা। তবে শুধু সিন্ড্রেলা নয়, সেমিফাইনালে ওঠা ৪ প্যাডলারই ভারতীয় ছিল। প্রতিযোগিতার এই পর্যায় লড়াইটা তার জন্য মোটেও সহজ ছিল না। একটা সময় প্রতিপক্ষ হনসিনী মাথানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল সিন্ড্রেলা। তবে শেষ দুটি গেম জিতে ফাইনালে পৌঁছে যায় সে। খেলার ফলাফল ছিল যথাক্রমে: ৭-১১, ১১-৭, ১২-১৪, ১১-৬ এবং ১১-৭।
ফাইনালে সিন্ড্রেলা মুখোমুখি হয়েছিল দিব্যাংশী ভৌমিকের। লড়াই গড়ায় ৫ সেটে। এখানেও প্রথম দিকে পিছিয়ে পড়েছিল সিন্ড্রেলা। তবে শেষে বাজিমাত করে সে। ম্যাচের ফলাফল ছিল যথাক্রমে: ৭-১১, ১২-১৪, ৮-১১, ১১-৯ এবং ১১-৫। আগেই অনূর্ধ্ব ১৭ পর্যায় ব্রোঞ্জ পদক জিতেছিল সিন্ড্রেলা। সেমিফাইনালে ফ্রান্সের এলিসে পুয়োলের কাছে ৩-১ ব্যবধানে পরাজিত হতে হয়েছিল তাকে। সুইডেনের বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে নামার আগে এই জয় তার অনেক আত্মবিশ্বাস বাড়াবে। তবে এখন ফের অস্ট্রেয়িয়ার লিগে যোগ দেবে সে।
সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিন্ড্রেলা বলেছে, ‘চ্যাম্পিয়ন হতে পারাটা সব সময় আনন্দের। ২ বছর আগে লিগনানোরে অনূর্ধ্ব ১৩ পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই শহর আমায় কখনও খালি হাতে ফেরায়নি। আমি অস্ট্রেয়িয়ায় লিগ খেলার মাঝে এই প্রতিযোগিতা খেলতে গেছিলাম। দু'টোই আমায় বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সাহায্য করবে। এছাড়াও এখানে সেমিফাইনাল ৪ জনই ভারতীয় ছিল। ফলে আমার ব্যক্তিগত পয়েন্টও বাড়বে, একই সঙ্গে দলগত র্যাঙ্কিংও উন্নত হবে। যা আমাদের প্রতিযোগিতার বাছাই তালিকায় সুবিধা দেবে।’ আপাতত সিন্ড্রেলার পাখির চোখ বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।