২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ অংশগ্রহণকারী অনেক বিদেশী খেলোয়াড়ই বর্তমানে ইংল্যান্ডে ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। যার মধ্যে রয়েছে টিম ডেভিডের নাম। মুম্বই ইন্ডিয়ান্স ২০২২ আইপিএল-এর মেগা নিলামে টিম ডেভিডকে ৮.২৫ কোটি টাকায় কিনেছিল। টিম ডেভিড ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন। ২৯ মে ল্যাঙ্কাশায়ার এবং ওরচেস্টারশায়ারের মধ্যে একটি ম্যাচ খেলা হয়েছিল, যেখানে একটি মজার ঘটনা দেখা গিয়েছে। ফিল্ডিংয়ের সময় টিম ডেভিড বাউন্ডারি লাইন চার আটকাতে এমন ডাইভ দেন যে তার প্যান্ট খুলে যায়।
ভাইটালিটি ব্লাস্টের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এর ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ল্যাঙ্কাশায়ার ম্যাচটি ১২ রানে জিতেছিল এবং এই জয়ের পিছনে টিম ডেভিডের একটি বড় ভূমিকা ছিল। এই ম্যাচে টিম ডেভিড ২৬বলে ৬০রান করেছিলেন। এই ইনিংসে তিনি মেরেছিলেন চারটি চার ও ছক্কা। ফিল্ডিংয়ের সময় টিম ডেভিডের প্যান্ট খুলে গেলে ধারাভাষ্যকাররাও হাসি থামিয়ে রাখতে পারেননি। দেখুন সেই ভিডিয়ো-
ফিল্ডিংয়ের সময়, টিম ডেভিড চারটি থামিয়ে প্রথমে বল ছুড়ে দেন এবং পরে তার প্যান্টটি তুলে নেন। টিম ডেভিড সিঙ্গাপুর থেকে এসেছেন,তবে শীঘ্রই অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে তাকে। গত দুই-তিন বছরে টি-টোয়েন্টি লিগে বেশ নাম কুড়িয়েছেন টিম ডেভিড। তিনি বড় শট খেলতে পারদর্শী এবং এটিই তাকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশেষ করে তুলেছে।