বাংলা নিউজ > ময়দান > T20 WC 2022-সূর্য হল ভারতের এবি ডিভিলিয়ার্স, বিশ্বকাপ কাঁপাবে, বলেই দিলেন প্রখ্যাত পেসার

T20 WC 2022-সূর্য হল ভারতের এবি ডিভিলিয়ার্স, বিশ্বকাপ কাঁপাবে, বলেই দিলেন প্রখ্যাত পেসার

সূর্যকুমার যাদব-ফাইল ছবি (ANI)

প্রোটিয়া প্রাক্তনী মুগ্ধ সূর্যকুমার যাদবের কীর্তিকলাপে। 

বর্তমানে বিশ্বের দুই নম্বর টি২০ ব্যাটার হলেন সূর্যকুমার যাদব। অনেকের মতে সূর্যের তেজে ম্লান ভারতীয় দলের তাবড় তাবড় ব্যাটাররা। মিস্টার ৩৬০ এবি ডিভিলিয়ার্সের সঙ্গে অনেকেই মিল খুঁজে পান। এবার সেই ফ্যান ক্লাবে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তনী ডেল স্টেইন। অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ১৭৬.৮১ স্টাইক রেটে খেলে চলছেন সূর্য। এরকম চার নম্বর বা তার নিচে খেলা প্লেয়ারের ধারাবাহিক ভাবে স্ট্রাইক রেট থাকেনি। যেই কারণে অনেকেই মনে করেন যে বিশ্বকাপে তুরুপের তাস হতে চলেছেন সূর্যকুমার যাদব বা স্কাই। 

সূর্য সম্বন্ধে ডেল বলেন যে ও এমন একজন খেলোয়াড় যে বলের পেসটা ব্যবহার করতে ভালোবাসে। স্কোয়ারে খেলতে পছন্দ করে। পার্থ, মেলবোর্নের মতো মাঠে একটু অতিরিক্ত বাউন্স থাকে। তো সেখানে পেস ব্যবহার করে ফাইন লেগেও খেলতে পারেন সূর্য আবার সামনেও মারতে পারেন বলে স্টেইনের মন্তব্য। অন্যদিকে সূর্য যেভাবে ব্যাকফুট ও ফ্রন্টফুট, দুটিতেই কভার ড্রাইভ মারতে পারেন, তারও দিওয়ানা স্টেইন। 

প্রাক্তন ফাস্ট বোলারের মতে সূর্য একজন অলরাউন্ড প্লেয়ার ও এই কারণেই অস্ট্রেলিয়ায় তিনি ভালো খেলবেন কারণ পিচগুলি অত্যন্ত ব্যাটিং সহায়ক। উইকেটের যেদিকেই বল করা হোক, তার জন্যই সূর্যের কাছে উত্তর আছে বলে স্টেইনের অভিমত। এই কারণেই তিনি ভারতের এবি হয়ে উঠতে পারেন বলে মনে করছেন প্রাক্তনী। এই বিশ্বকাপে তাঁর ওপর সবার নজর থাকবে বলে জানান তিনি। প্রসঙ্গত, ভারতের প্রথম প্র্যাকটিস ম্যাচে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার। দ্বিতীয় ম্যাচে খেলেননি তিনি এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে কেএল রাহুল নেতৃত্বাধীন দল ৩৬ রানে পরাজিত হয়। 

আপাতত একটি ফর্ম্যাটেই নিয়মিত খেলেন সূর্য। ওডিআইতে এখনও সেভাবে নিজের পা জমাতে পারেননি তিনি। তবে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর মতে টেস্টেও ভালো করতে পারেন সূর্য। তাহলে কি অদূর ভবিষ্যতে এবি-র মতো তিন ফর্ম্যাটেই কাঁপাবেন সূর্য। সেটাই আশা ভারতীয় সমর্থকদের। 

বন্ধ করুন