বাংলা নিউজ > ময়দান > T20 WC 2021: ভারতে হবে না বিশ্বকাপ, কবে, কোথায় হবে টুর্নামেন্ট, জানিয়ে দিল BCCI

T20 WC 2021: ভারতে হবে না বিশ্বকাপ, কবে, কোথায় হবে টুর্নামেন্ট, জানিয়ে দিল BCCI

ভারতে হবে না টি-টোয়েন্টি বিশ্বকাপ।

১৭-১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসর বসবে সংযুক্ত আরব আমিরশাহীতে।

আইপিএল ফাইনালের ঠিক দু'দিন বাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। দুই টুর্নামেন্টের মাঝে মাত্র এক দিন সময়। ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল। আর ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিসিসিআই সূত্রের খবর, ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে। তবে আইসিসি এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করেনি।

তবে এটা ঘটনা ভারত থেকে শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট সরেই গেল। করোনার জন্য আইপিএল বাতিল হয়ে যাওয়ার পর এই টুর্নামেন্ট ভারতে করা আদৌ সম্ভব কিনা, তা নিয়ে তীব্র জল্পনা চলছিল। করোনার জেরে আইপিএল বাতিল করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। তার পরেই এই বিশ্বকাপের আয়োজন নিয়ে প্রশ্ন উঠে যায়। আইসিসি আগেই ইঙ্গিত দিয়েছিল, ভারত থেকে সরানো হতে পারে এই টুর্নামেন্ট। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীতেই বিশ্বকাপের আসর বসছে। প্রসঙ্গত আইপিএলের বাকি ম্যাচও সংযুক্ত আরব আমিরশাহীতেই অনুষ্ঠিত হবে।

১জুন একটি বিবৃতিতে আইসিসি অবশ্য জানিয়েছিল,  টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে এই মাসের শেষ সপ্তাহের মধ্যেই বিসিসিআই-কে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানাতে হবে। এর আগে করোনার জন্য এক বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছে। এই বছর অক্টোবরে ভারতে এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য সেটাও সম্ভব হল না। কোনও রকম ঝুঁকি না নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাতে বাধ্য হল বিসিসিআই।

বন্ধ করুন