বাংলা নিউজ > ময়দান > T20 WC Qualifier: ৩১ র‌্যাঙ্কিংয়ের বাহরিনের কাছে মুখ থুবড়ে পড়ল ১২ নম্বরে থাকা টিম

T20 WC Qualifier: ৩১ র‌্যাঙ্কিংয়ের বাহরিনের কাছে মুখ থুবড়ে পড়ল ১২ নম্বরে থাকা টিম

বাহরিনের সেলিব্রেশন।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৩২ নম্বরে থাকা দলের বিরুদ্ধে লড়াই করেও ২ রানে হারতে হল ১২ নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরশাহিকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে নানা সময়ে নানা চমক থাকছে। এই যেমন সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে চমকে দিল বাহরিন। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৩২ নম্বরে থাকা দলের বিরুদ্ধে লড়াই করেও ২ রানে হারতে হল ১২ নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরশাহিকে।

সোমবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাহরিন। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে তারা। ডেভিড ম্যাথিয়াস দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৪৬ রান করেন। এ ছাড়াও দলের উইকেটকিপার-ব্যাটার উমের ইমতিয়াজ ৪০ বলে ৪২ রান করেছিলেন। ছয়ে ব্যাট করতে নেমে হায়দার বাট ১৭ বলে ৩৫ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন। ২২ বলে ৩২ করেন অধিনায়ক সরফরাজ আলি। 

জবাবে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে থেমে যায় সংযুক্ত আরব আমিরশাহির ইনিংস। ভৃত্যা অরবিন্দ ৫২ বলে ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। কিন্তু তাঁর এই লড়াইটা ব্যর্থ হয়ে গেল। এ ছাড়াও রোহন মুস্তাফা ৩১ বলে ৪১ রান করেন। ২৪ বলে ২৬ রান করেন চিরাগ সুরি। এর বাইরে কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ম্যাচটি ২ রানে হেরে যায় সংযুক্ত আরব আমিরশাহি। বাহরিনের সরফরাজ আলি ২ উইকেট নেন।

দুই দলই তিন ম্যাচ করে খেলে ২টি করে জিতেছে। একটি করে ম্যাচ হেরেছে। দুই দলের পয়েন্টই ৪।

বন্ধ করুন