
কেন পিছিয়ে যেতে বাধ্য টি-২০ বিশ্বকাপ, কারণ জানালেন BCCI কর্তা
১ মিনিটে পড়ুন . Updated: 26 Apr 2020, 05:53 PM IST- বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে অক্টোবর-নভেম্বরে IPL আয়োজন করতে অসুবিধা নেই BCCI-এর।
করোনা মহামারির জেরে অনিশ্চিত আইপিএল। অনিশ্চিত দেখাচ্ছে আসন্ন টি-২০ বিশ্বকাপও। তবে বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে সেই ফাঁকে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এখন প্রশ্ন হল বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার কোনও ভাবনা রয়েছে কিনা আইসিসির অন্দরমহলে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আপাতত বিশ্বকাপ স্থগিতের কথা ভাবছে না তারা। বরং যথা সময়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে আইসিসি।
তবে বিসিসিআই কর্তারা মনে করছেন না যে, করোনা মহামারি নিয়ে উদ্ভূত পরিস্থিতির মাঝে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ আয়োজন করতে পারবে আইসিসি। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক শীর্ষকর্তা এপ্রসঙ্গে একগুচ্ছ প্রশ্ন তোলেন।
তিনি বলেন, 'আইসিসি কি সত্যিই ভাবছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় ৮টি কেন্দ্রে ম্যাচ আয়োজন করতে পারবে? এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় ৮টি ম্যাচ কেন্দ্র হাতে পাওয়া সম্ভব? ১৬টি বিদেশি দলকে দেশে অবাধে বিচরণ করতে দেওয়ার অনুমতি অস্ট্রেলিয়া সরকারের তরফে পাওয়া যাবে বলে মনে হয়? সব দেশের সরকার বহুজাতিক বিশ্বকাপের জন্য দলকে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার অনুমতি দেবে?'
ওই বোর্ড কর্তা আরও বলেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া ডিসেম্বরে একটিমাত্র স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ৫টি টেস্ট খেলার কথা ভাবছে। তাহলে অক্টোবরে কীভাবে বিশ্বকাপের জন্য আটটি স্টেডিয়ামের ব্যবস্থা করবে তারা?'
প্রশ্নগুলির যথাযথ উত্তর খুঁজলে নির্ধারিত সময়ে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া যে কার্যত সম্ভব নয়, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।