বাংলা নিউজ > ময়দান > T20 World Cup 2021: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, আছেন অশ্বিন, শামি, KKR তারকাও

T20 World Cup 2021: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, আছেন অশ্বিন, শামি, KKR তারকাও

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, আছেন অশ্বিন, শামি, KKR তারকাও। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

দেখে নিন ভারতের পুরো দল।

বছরচারেক আগে ভারতীয় দলের টি-টোয়েন্টি দলের কাঠামো থেকে ছিটকে গিয়েছিলেন। ধারেকাছেও ছিলেন না। উঠে এসেছিল কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের জুটি। শেষপর্যন্ত একেবারে সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে প্রত্যাবর্তন করলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রত্যাশিতভাবেই বাদ পড়লেন কুলদীপ এবং চাহাল। ১৫ জনের দলে ঠাঁই পাননি শিখর ধাওয়ান।

বুধবার সন্ধ্যায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দলে পাঁচজন স্পিনারকে বেছে নিয়েছে। যা থেকে স্পষ্ট যে সংযুক্ত আরব আমিরশাহিতে স্পিনাররা বেশি সাহায্য পাবেন বলে ধরে নিচ্ছে ভারতীয় দল। অশ্বিনের পাশাপাশি দলে আছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রাহুল চাহার এবং বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের তারকা বরুণে ইয়ো-ইয়ো টেস্টে ব্যর্থ হলেও ‘রহস্যের’ কারণে বিশ্বকাপের দলে ঠাঁই পেয়েছেন। আইপিএলে ভালো খেলার ফল পেয়েছেন রাহুলও। তবে অক্ষরকে ১৫ জনের দলে রাখা নিয়ে প্রশ্ন আছে। অনেকের মতে, অক্ষরের পরিবর্তে দীপক চাহার বা শার্দুল ঠাকুরের সুযোগ পাওয়া উচিত ছিল। যাঁরা স্ট্যান্ড-বাই হিসেবে আছেন। সেই স্ট্যান্ড-বাই তালিকায় আছেন শ্রেয়স আইয়ারও। যিনি সদ্য চোট সারিয়ে উঠেছেন।

স্পিন বোলার এবং অলরাউন্ড বিভাগে দল নির্বাচন নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও ব্যাটিং বিভাগ নিয়ে তেমন কোনও প্রশ্ন নেই। ধারাবাহিক ফর্মের পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব এবং ইশান কিষান। সঙ্গে উইকেট-রক্ষক হিসেবে দলে আছেন ঋষভ পন্ত। আছেন কে এল রাহুলও। পেস বিভাগে আছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার। সাদা বলের বিশেষজ্ঞ ভুবি শ্রীলঙ্কা সফরে ভারতের সহ-অধিনায়ক ছিলেন। 

তারইমধ্যে অবশেষে ভারতীয় ক্রিকেট দলের শিবিরে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে খেলোয়াড় হিসেবে নয়, বরং মেন্টর হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলিদের সঙ্গে থাকবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে মেন্টরিংয়ের কাজ করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল : বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার। 

স্ট্যান্ড-বাই : শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর এবং দীপক চাহার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.