বাংলা নিউজ > ময়দান > Namibia's win may hamper India's journey: নামিবিয়ার জয়ের ধাক্কায় T20 বিশ্বকাপে কঠিন হতে পারে ভারত, পাকিস্তানের রাস্তা!

Namibia's win may hamper India's journey: নামিবিয়ার জয়ের ধাক্কায় T20 বিশ্বকাপে কঠিন হতে পারে ভারত, পাকিস্তানের রাস্তা!

শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন নামিবিয়ার। কঠিন হতে পারে ভারত, পাকিস্তানের রাস্তা। (ছবি সৌজন্যে, টুইটার @ICC এবং এএফপি)

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফর্ম্যাট অনুযায়ী, আটটি দল সরাসরি মূলপর্বের টিকিট পেয়েছে। বাকি চারটি দল প্রাথমিক পর্যায় থেকে যোগ দেবে। সেই প্রাথমিক পর্যায়ে নামিবিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ায় ভারত, পাকিস্তানের সামনের রাস্তাটা কঠিন হতে পারে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে নামিবিয়ার জয়ে ওলট-পালট হয়ে যেতে পারে বিশ্বকাপের অনেক অঙ্ক। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলের কাছে সেমিফাইনালে ওঠার রাস্তাটা কঠিন হয়ে যেতে পারে। ‘গ্রুপ অফ ডেথ’-এ পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

কীভাবে সেটা হতে পারে?

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফর্ম্যাট অনুযায়ী, আটটি দল সরাসরি মূলপর্বের টিকিট পেয়েছে। ওই আটটি দল (ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা) সরাসরি 'সুপার ১২'-এ নামবে। যে পর্বে আরও চারটি দল যোগ দেবে। সেজন্য প্রাথমিক পর্যায়ে আটটি দল খেলছে। চারটি করে দুটি গ্রুপ তৈরি করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল উঠবে। তারপর ২২ অক্টোবর থেকে 'সুপার ১২' পর্যায়ের খেলা শুরু হবে। 

আরও পড়ুন: Rohit impressed with kid's bowling: পার্থে ১১ বছরের খুদের বোলিংয়ে মুগ্ধ রোহিত, খেললেন নেটে, বললেন 'কবে ভারতে আসবে?'

'সুপার ১২' পর্যায়ের গ্রুপ ‘১’-তে আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। নিয়ম অনুযায়ী, প্রথম পর্যায়ের গ্রুপ ‘এ’-র জয়ী এবং গ্রুপ ‘বি’-র রানার্স আপ সেই গ্রুপে বাকি দুই দলের শূন্যস্থান পূরণ করবে। অন্যদিকে, 'সুপার ১২' পর্যায়ের গ্রুপ ‘২’-তে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা আছে। প্রাথমিক পর্যায় থেকে গ্রুপ ‘বি’-র জয়ী এবং গ্রুপ ‘এ’-র রানার্স আপ ওই গ্রুপে যোগ দেবে।

খাতায়কলমে গ্রুপ ‘এ’ ((নামিবিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা) থেকে প্রথম স্থানে শেষ হওয়ার ক্ষেত্রে ফেভারিট ছিল শ্রীলঙ্কা। অর্থাৎ 'সুপার ১২' পর্যায়ে গ্রুপ ‘১’-তে ঢুকতেন দাসুন শানাকারা। কিন্তু রবিবার নামিবিয়ার বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর গ্রুপ ‘এ’-র শীর্ষে শেষ করার ক্ষেত্রে শ্রীলঙ্কা জোরদার ধাক্কা খেল। কারণ নামিবিয়া যদি বাকি দুটি ম্যাচে জিতে যায়, তাহলে গ্রুপ ‘এ’-তে প্রথম স্থানে শেষ করবে আফ্রিকার দেশ। নিয়ম অনুযায়ী, 'সুপার ১২' পর্যায়ের গ্রুপ ‘১’-তে যোগ দেবে নামিবিয়া। দ্বিতীয় স্থানে শেষ করার কারণে (কোনওরকম অঘটন আর ঘটবে না ধরে) 'সুপার ১২' পর্যায়ে গ্রুপ ‘২’-তে পড়বে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: T20 WC-র প্রথম দিনেই বড় অঘটন, এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে হারাল অখ্যাত নামিবিয়া

অন্যদিকে, প্রাথমিক পর্যায়ের গ্রুপ ‘বি’-তে আছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড। খাতায়কলমে গ্রুপ ‘বি’ শীর্ষস্থান দখলের দৌড়ে এগিয়ে আছেন ক্যারিবিয়ানরা। অর্থাৎ 'সুপার ১২' পর্যায়ের গ্রুপ ‘২’-তে ওয়েস্ট ইন্ডিজে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে সেই গ্রুপ ‘২’ হয়ে উঠবে ‘গ্রুপ অফ ডেথ’। যদি সেটাই হয়, তাহলে 'সুপার ১২' থেকেই ছিটকে যাবে একাধিক শক্তিশালী দেশ। ভারতের জন্যও বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার রাস্তাটা কঠিন হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি ‘টলিউডের বি গ্রেড,সি গ্রেড সব শিল্পী..’, তৃণমূল সাংসদের কটাক্ষ,পালটা তুলিকা আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬টি দেশের বিরুদ্ধে জয়ের নজির আফগান মহম্মদ নবির... মাঠের মধ্যেই দড়ি দিয়ে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন! কোহলি-পন্তের এ কেমন মজা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.