বয়স ৩০ বছর, তবে ঘরোয়া ক্রিকেটেও টি-২০ খেলার তেমন অভিজ্ঞতা নেই ইয়ানিক কারিয়ার। এমন আনকোরা লেগ-স্পিনারকে ওয়েস্ট ইন্ডিজ সরাসরি আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে দেয় সুনীল নারিনকে উপেক্ষা করে। কারিয়ার কেরিয়ারের দিকে তাকালে তাঁর বিশ্বকাপে সুযোগ পাওয়ার বিষয়টি ক্রিকেটপ্রেমীদের অবাক করবে নিশ্চিত।
কে এই ইয়ানিক কারিয়া?
৩০ বছর বয়সী লেগ স্পিনারের আন্তর্জাতিক অভিষেক হয় গত মাসে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচে মাঠে নামেন তিনি। সাকুল্যে ৩টি উইকেট নেন ইয়ানিক। তাঁর ব্যাটের হাতটাও মন্দ নয়। ২টি ইনিংসে ব্যাট করতে নেমে ১টি অর্ধশতরান-সহ ৫৩ রান করেন কারিয়া।
২০১০ সালের যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ইয়ানিক। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এই ক্রিকেটার একদা ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছেন।
যদিও ঘরোয়া ক্রিকেটে মাত্র ৪টি টি-২০ ম্যাচ খেলেছেন ইয়ানিক। ১টি উইকেট নিয়েছেন এবং কোনও রান সংগ্রহ করেননি। তাও তিনি শেষবার টি-২০ ক্রিকেট খেলেছেন ২০১৬ সালে টিকেআরের হয়ে। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগেও তাঁকে কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। তা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা বিশ্বকাপ দলে জায়গা করে দেন কারিয়াকে।
কারিয়ার ক্রিকেট কেরিয়ার:
৭১টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৫৭টি উইকেট নিয়েছেন ইয়ানিক। ৫টি শতরান ও ১১টি অর্ধশতরান-সহ ২৯২৩ রান সংগ্রহ করেছেন তিনি। ২১টি লিস্ট-এ ম্যাচে ২৫টি উইকেট রয়েছেন কারিয়ার ঝুলিতে। ২টি অর্ধশতরান-সহ সংগ্রহ করেছেন সাকুল্যে ২৫৫ রান।
টি-২০ বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড:
নিকোলাস পুরান (ক্যাপ্টেন), রোভম্যান পাওয়েল (ভাইস ক্যাপ্টেন), ইয়ানিক কারিয়া, জনসন চার্লস, শেলডন কটরেল, শিমরন হেতমায়ের, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিংস, এভিন লুইস, কাইল মায়ের্স, ওবেদ ম্যাককয়, রেমন রেইফার, ওডিন স্মিথ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।