অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি পুরুষদের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছেআয়ারল্যান্ড,স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিম্বাবোয়ে।‘বি’কোয়ালিফায়ারে নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ বি-তে শেষ স্থান অধিকার করেছে জিম্বাবোয়ে। প্রথমবারের মতো আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে অস্ট্রেলিয়া।
টুর্নামেন্ট চলতি বছরের ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সাতটি শহরে অনুষ্ঠিত হবে। যার প্রথম রাউন্ড জিলং এবং হোবার্ট হোস্ট করবে। এই মেগা ইভেন্টের গ্রুপ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
আরও পড়ুন… যুবরাজের সঙ্গে ৪৫ মিনিট ঠিক কী কথা হয়েছিল? কৌশলী উত্তরে জল্পনা জিইয়ে রাখলেন পন্ত
'এ'গ্রুপে নামিবিয়া,শ্রীলঙ্কা,সংযুক্ত আরব আমির শাহি সহ নেদারল্যান্ডস রয়েছে এবং'বি'গ্রুপে সুযোগ পেয়েছে আয়ারল্যান্ড,স্কটল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। গ্রুপ 1 এর কথা বললে,এতে আফগানিস্তান,অস্ট্রেলিয়া,ইংল্যান্ড,নিউজিল্যান্ড ছাড়াও গ্রুপ এ-এর বিজয়ী এবং গ্রুপ বি-এর রানার আপ দল থাকবে।একই সঙ্গে গ্রুপ 2-এ ভারত,পাকিস্তান,দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ অন্তর্ভুক্ত থাকবে,গ্রুপ এ-এর রানারআপ দল এবং গ্রুপ বি-এর বিজয়ী দল। এইভাবে,প্রথম রাউন্ডে আটটি দল থাকবে এবং দ্বিতীয় রাউন্ডে ১২ টি দল থাকবে। তারা সুপার ১২ এর বিরুদ্ধে খেলবে।
দেখে নেওয়া যাক গ্রুপ ও খেলার চূড়ান্ত সময়সূচি
প্রথম রাউন্ড
গ্রুপ এ: নামিবিয়া,শ্রীলঙ্কা,সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস
গ্রুপ বি: আয়ারল্যান্ড,স্কটল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে
আরও পড়ুন… যুবরাজের সঙ্গে ৪৫ মিনিট ঠিক কী কথা হয়েছিল? কৌশলী উত্তরে জল্পনা জিইয়ে রাখলেন পন্ত
দ্বিতীয় রাউন্ড
গ্রুপ 1: আফগানিস্তান,অস্ট্রেলিয়া,ইংল্যান্ড,নিউজিল্যান্ড,গ্রুপ এ বিজয়ী এবং গ্রুপ বি রানার আপ
গ্রুপ 2: ভারত,পাকিস্তান,দক্ষিণ আফ্রিকা,বাংলাদেশ,গ্রুপ এ রানার আপ এবং গ্রুপ বি বিজয়ী
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।