ভারতীয়দের চোট-আঘাতের সমস্যা অব্যাহত। রবীন্দ্র জাদেজা ছিটকে গিয়েছেন। পিঠের চোটে সবেমাত্র ছিটকে গিয়েছেন প্রিমিয়র বোলার জসপ্রীত বুমরাহ। এই অবস্থায় দাঁড়িয়ে উদ্বেগ বাড়িয়েছে সদ্য চোট সারিয়ে ফিরে আসা দীপক চাহারের চোট ! চাহারের নাকি গোড়ালি মচকে গিয়েছে। আর সেই কারণেই নাকি ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলেননি তিনি। উল্লেখ্য, চাহার বর্তমানে ভারতে থাকলেও তাঁকে প্রয়োজনে ডাকতে পারে রোহিত-রাহুল জুটি কারণ তিনি বিশ্বকাপের স্ট্যান্ডবাইয়ের তালিকায় রয়েছেন।
জানা গিয়েছে লখনউয়ে ম্যাচ শুরুর আগেই শারীরিক অস্বস্তি অনুভব করেন দীপক চাহার। সেই কারণেই তাঁকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআইতে খেলায়নি দল। তবে চাহারের চোট ভালো না ঠেকায় তাঁকে আপাতত এনসিএ-তে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই দেখা হবে যে ঠিক কী অবস্থা। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দুটি ওডিআই তিনি খেলবেন না বিশ্রাম নেবেন! বর্তমানে ঠিক হয়েছে বুমরাহর পরিবর্ত হিসেবে ১১ অক্টোবর অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন মহম্মদ শামি। তাই আপাতত অস্ট্রেলিয়ায় যাওয়ার বিষয় নেই চাহারের কাছে। তবে তাঁকে যে প্রয়োজন হতে পারে সেটা নিয়ে সম্যক ভাবে ওয়াকিবহাল ম্যানেজমেন্ট। সেই কারণেই খুব সম্ভবত তাঁকে আর দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলানোর ঝুঁকি নেবেন না ভিভিএস লক্ষ্মণরা।
দীপক চাহার বছরের শুরুতে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যান। তারপর আবার ফিরে এসেই নজরকাড়া পারফর্ম্যান্সে সবার মন জিতে নেন। অল্পের জন্য বিশ্বকাপের মূল দলে সুযোগ পাননি। কিন্তু এবার ফের চোট লাগল, যা নিশ্চিত ভাবেই চিন্তার। এত ঘনঘন কেন জাতীয় দলের ক্রিকেটাররা চোট পাচ্ছেন, সেই নিয়েও যে বোর্ডকে প্রশ্নের মুখে পড়তে হবে, সেটা বলাই বাহুল্য। বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে এক শূন্য়ে পিছিয়ে আছে ভারত। অলরাউন্ডারদের অভাবে খুব লম্বা টেল নিয়ে খেলতে হচ্ছে দলকে যার খেসারত গত ম্যাচে চুকিয়েছে দল। অন্যদিকে পার্থে টি২০ বিশ্বকাপের অনুশীলনে ব্যস্ত রোহিতরা। এই দুই বিশ্ব থেকেই দূরে এনসিএ-তে চোটের পরীক্ষা করাচ্ছেন দীপক চাহার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।