গতকাল কমনওয়েলথ গেমের মহিলা ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়া দল যে একাদশের ঘোষণা করে তাতে নাম ছিল তালিয়া ম্যাকগ্রার। তবে জানা যায়, ম্যাকগ্রা করোনা আক্রান্ত। তবে তালিয়া করোনা পজিটিভ হওয়ার পরেও তাকে ফাইনালে খেলার ছাড়পত্র দেয় কমনওয়েলথ কর্তৃপক্ষ। এর জেরে টসও বিলম্বিত হয়েছিল। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল ম্যাকগ্রাথের খেলায় সায় দেয়। কিন্তু কেন এমনটা করল ভারত? অল-রাউন্ডার ম্যাকগ্রা না খেললে তো ভারত সুবিধা পেত। কারণ, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রহক তিনি। পাশাপাশি বেশ কয়েকটি উইকেটও ছিল তাঁর ঝুলিতে।
ম্যাকগ্রাথ প্রসঙ্গে ম্যাচ শেষে হরমনপ্রীত বলেন, ‘টসের আগে ওঁরা আমাদের ঘটনাটা (ম্যাকগ্রাথের করোনা আক্রান্ত হওয়ার) জানান।’ এরপর হরমনপ্রীত বলেন, ‘এটি এমন কিছু ছিল যা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। CWG-কে একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং আমরা এটার সঙ্গে সহমত ছিলাম। যেহেতু তিনি (তালিয়া ম্যাকগ্রা) খুব অসুস্থ ছিলেন না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তিনি খেলতে পারেন। আমাদের স্পোর্টসম্যান স্পিরিট দেখাতে হত। আমি খুশি যে আমরা তালিয়াকে না বলিনি। এটা (ফাইনালে না খেলতে পারা) তাঁর জন্য খুব কঠিন হত।’
এদিকে দলের লড়াই প্রসঙ্গে হরমনপ্রীত বলেন, ‘আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি এবং সন্তুষ্ট। আমি জানি আমরা স্বর্ণ পদক জয়ের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু চারপাশে আমাদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। এই প্রথম আমরা এই টুর্নামেন্টে খেলতে পেরেছি এবং আমরা রৌপ্য পদক জিতে খুশি।’ তিনি আরও বলেন, ‘পদক এমন একটি জিনিস যা দেশবাসীকে অনুপ্রাণিত করবে। তারা ক্রিকেট খেলা শুরু করতে পারবে এই পদক দেখে। দল হিসেবে আমরা তরুণীদের অনুপ্রাণিত করতে চাই। এই প্ল্যাটফর্মে ভালো খেলায় দেশের অনেকে অনুপ্রাণিত হবেন বলে আশা।’
এজবাস্টনে কমনওয়েলথ গেমস ক্রিকেটের গোল্ড মেডেল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরে যায় ভারত। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬১ রান তোলে। বেথ মুনি ৬১, মেগ ল্যানিং ৩৬, অ্যাশলেই গার্ডনার ২৫ ও রাচেল হেইন্স ১৮ রান করেন। ২টি করে উইকেট নেন রেনুকা সিং ও স্নেহ রানা। ১টি করে উইকেট দখল করেন দীপ্তি শর্মা ও রাধা যাদব। অস্ট্রেলিয়ার রান তাড়া করতে নেমে ভারত ১৯.৩ ওভারে ১৫২ রানে অল-আউট হয়ে যায়। হরমনপ্রীত কউর ৬৫, জেমিমা রডরিগেজ ৩৩, দীপ্তি শর্মা ১৩ ও শেফালি বর্মা ১১ রান করেন। ৩টি উইকেট নেন অ্যাশলেই গার্ডনার। ২টি উইকেট নিয়েছেন মেগান শুট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।