তাইজুল ইসলাম ঝড়ে একেবারে উড়ে গেল পাকিস্তান। ৭ উইকেট নিয়ে বাংলাদেশকে ৪৪ রানের লিড এনে দেন তাইজুল। তাইজুলের তাণ্ডবে ২৮৬ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩০ রান করেছিল।
এর আগে তাইজুল জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৯ রান দিয়ে এক ইনিংসে ৮ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। আর রবিবার তিনি ৪৪.৪ ওভার বল করে ১১৬ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন। সেই সঙ্গে তিনি এ দিন পিছনে ফেলে দেন শাকিব আল হাসানকে।
পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে এতদিন সবচেয়ে ভালো বোলিংয়ের রেকর্ড ছিল শাকিবের। ২০১১ সালে ঢাকায় পাকিস্তানের বিরুদ্ধে শাকিব ৮২ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন। আর দশ বছর পর রবিবার ৭ উইকেট নিয়ে সেই রেকর্ড টপকে গেলেন তাইজুল।
পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন তিনি। এ দিনের ৭ উইকেট নিয়ে তাইজুল পাকিস্তানের বিরুদ্ধে মোট ১৯ উইকেট সংগ্রহ করলেন। মহম্মদ রফিক আবার পাকিস্তানের বিরুদ্ধে মোট ১৭টি উইকেট পেয়েছিলেন।
এই নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় বার পাঁচ বা তার বেশি উইকেট পেলেন তাইজুল। ২০১৫ সালে খুলনায় ড্র হওয়া টেস্টে বাঁহাতি স্পিনার নিয়েছিলেন ৬ উইকেট। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮ উইকেট নেওয়ার পর, এটাই টেস্ট ক্রিকেটে তাইজুলের দ্বিতীয় সেরা পারফরম্যান্স।
তাইজুল পাকিস্তানের আব্দুল্লাহ শফিক, আজহার আলি, ফাওয়াদ আলম, ফাহিম আশরফ, হাসান আলি এবং নুমান আলির উইকেট নিয়েছেন।