আশঙ্কা করা হচ্ছিল শুরু থেকেই। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হচ্ছে। তালিবানের হাতে আফগানিস্তানের শাসনক্ষমতা চলে যাওয়ার পর ওদেশে মহিলা ক্রীড়াবিদদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ব্যক্ত করতে দেখা গিয়েছিল আন্তর্জাতিক ক্রীড়ামহলকে। সেই দুশ্চিন্তা আরও বাড়ে হাড়হিম করা খবর সামনে আসায়।
আফগানিস্তানের জুনিয়র ন্যাশনাল ভলিবল দলের এক মহিলা খেলোয়াড়কে গলা কেটে খুন করেছে তালিবান জঙ্গিরা, এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয় Persian Independent-এ।
এক সাক্ষাত্কারে কোচ সুরায়া আফজলি (নাম পরিবর্তিত) জানিয়েছেন, মাহজবিন হাকিমি নামে এক মহিলা ভলিবল খেলোয়াড়কে অক্টোবরের শুরুর দিকেই তালিবান জঙ্গিরা গলা কেটে হত্যা করেছে। তবে জঙ্গিরা তাঁর পরিবারকে এই বিষয়ে মুখ না খোলার হুমকি দেওয়ায় এই খুনের খবর সামনে আসেনি এতদিন।
আফগানিস্তান সরকারের পতনের আগে মাহজবিন কাবুল মিউনিলিপ্যালিটি ভলিবল ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতেন। ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মাহজবিনের গলা কাটা রক্তমাখা দেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আফগান কোচ আরও জানিয়েছেন যে, তালিবান জঙ্গিরা ওদেশের ক্ষমতা দখল করার আগে জাতীয় দলের দু'জন মাত্র খেলোয়াড় দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছেন। মাহজবিনের মতো বাকিরা রয়ে গিয়েছেন আফগানিস্তানেই। স্বাভাবিকভাবেই বাকিদের দিন কাটছে চূড়ান্ত আতঙ্কে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।